নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবীকা নির্বাহ করি আর সময় পেলে শব্দ নিয়ে খেলি। অন্তরের লালিত বাক্য \"জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।\"

নব ভাস্কর

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।

নব ভাস্কর › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন-বিলাস

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৭

শুকতারা তোমার ভাবনায়
সুতীব্র সুখের শ্রাবণ-ধারা
বয়ে চলে আমার ধমনিতে।

উত্তাল সমুদ্রে তরী বেয়ে
চলেছি আমি-
ঝড়-ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে
অথবা মাতাল স্রোতের টানে
পথ হারালেও নির্ভয়ে থাকি
আমার অস্তিত্বে আছ বলে।

তোমার ভালবাসার আলোয়
স্নান করে সিক্ত আমি
শিহরিত হই ক্ষণে ক্ষণে,
ভরা-কটালের স্ফীত সমুদ্রের মত
জেগে ওঠে আমার ভালবাসার সত্ত্বা।

তবু তুমি বহুদূরে-
কক্ষচ্যুত হয়ে
আসবেনা জানি কখনো
এ যে তোমারই চাওয়া,
না হলে হারাব তোমাকে
হারিয়ে যাব আমিও,
তোমার মিলনের প্রচণ্ডতায়
ধ্বংস হয়ে যাবে এ
মায়াময় মর্ত্য!

আকাশেই থাক তুমি
আমি বহমান তরণীতে বসে
অপলক চেয়ে থাকবো
নীরবে, সকাল-সন্ধ্যা,
সাগরের কাছে বলবো না কখনও
লোনা-কাব্যের কথা।
শুধু সাগরের লোনা আর নেত্রের লোনা
এক হয়ে মিশে যাবে সাগর বক্ষে।

চেয়ে থাকতে থাকতে
ঘুমিয়ে পড়বো যখন-
স্বপ্নে স্বপ্নে হব বিভোর
একমাত্র স্বপ্নেই লাগবে না
কোন কাল দাগ আলোতে।

দূরে আছ, তবুও না হারানোর সুখে
বুকে সুপ্ত আগ্নেয়গিরি ধারণ করে
বিলাসী আমি, অনন্তকাল ধরে
গড়ে যাব কারুকার্যময় স্বপ্ন-বিলাস।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.