![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।
খুব তৃষা বুকে
মরি ধুকে ধুকে
তোর লাগি নিশি দিন,
বলতে না পারি
গলা হয় ভারি
বাজে ব্যথা চিনচিন।
শুনি কাল আমি
সে কোন বেনামী
নিয়ে যাবে বহু দূর,
সব বাধা গান
হবে অবসান
বাজবে সানাই সুর।
মনে পড়ে আজ
ক্লাসের মাঝ
কত রেখে চোখে চোখ,
দোল দিয়ে মনে
কভু ক্ষণে ক্ষণে
খেলে যেত যে আলোক।
এক কথা বলা
এক পথে চলা
নাই বুঝি আজ স্মরণে,
এক সুখে হাসা
এক দুঃখে ভাসা
নিঃশেষ হব মরণে।
শুধু আন্ধার
আলো নাই আর
খুব ধীরে কাটে ক্ষণ,
স্মৃতি যত ঘটে
জাগে মন পটে
শতবার কাঁদে মন।
তবু যদি ভুলে
বলো ঝড় তুলে
নও তুমি আর কারো,
তব মন্দিরে
ভরে আঁখি নীরে
আমারই অর্চণা করো।
আমি জানি হায়
হবে নিরুপায়
শুধু ভেসে আঁখি জলে,
হয়ে অবনত
ভেবে শতশত
ডুবে যাবে মন-তলে।
সব আজ মিছে
কেন দেখি পিছে
শুধু আছে হাহাকার,
সব সঞ্চয়
হয়ে গেছে ক্ষয়
হলো নিষ্ঠুর হার।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৫
কলমের কালি শেষ বলেছেন: ছন্দ কবিতায় ভাল লাগা ।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৪
চাঁদগাজী বলেছেন:
আমি দেখছি, আপনার ভাবনা শক্তি প্রশস্ত।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৬
নব ভাস্কর বলেছেন: ধন্যবাদ। সময়ই মানুষের ভাবনা শক্তিকে সংকীর্ণ অথবা প্রশস্ত করে দেয়।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৪
এহসান সাবির বলেছেন: সুন্দর।