নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবীকা নির্বাহ করি আর সময় পেলে শব্দ নিয়ে খেলি। অন্তরের লালিত বাক্য \"জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।\"

নব ভাস্কর

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।

নব ভাস্কর › বিস্তারিত পোস্টঃ

উচাটন

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৪৩

বুঝি না হেয়ালী তব
জাগে ভয় নব নব
কাঁপে বুক দুরু দুরু
জানি না কিসের শুরু
খাঁচা ছেড়ে প্রাণ-পাখি উড়ে যেতে চায়,
ভাবনায় কত কি যে
নোনা জলে বুক ভেজে
না জানি কি হল তার
সইতে পারি না আর
আঁধারে ঢাকে প্রাণ আশা নিরাশায়।

কোথা যাবো কার কাছে
হেয়ালী বাড়ে পাছে
লোক-গঞ্জনা হতে
দূরে থাকা কোন মতে
নিরুপায় হয়ে ডুবি ভাবনার অতল,
লুকাব লুকাব কোথা
বুক-ফাঁটা আকুলতা
নিজের সঙ্গে যুঝি
পাই না ঠাঁই খুঁজি
নিজেকে নিজের মাঝে লুকানো বিফল।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৫ ভোর ৫:০২

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: ভালো লাগা রেখে গেলাম :)

২| ২২ শে অক্টোবর, ২০১৫ ভোর ৫:৫১

নাবিক সিনবাদ বলেছেন: ধন্যবাদ, ভালো লাগলো।

৩| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩০

নব ভাস্কর বলেছেন: Thanks to All.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.