নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবীকা নির্বাহ করি আর সময় পেলে শব্দ নিয়ে খেলি। অন্তরের লালিত বাক্য \"জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।\"

নব ভাস্কর

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।

নব ভাস্কর › বিস্তারিত পোস্টঃ

গীত-১

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৫

কষ্টেরা ভিড় করে আঙ্গিনায়
সুখ এই দিকে ফিরে না তাকায়
যায় যায় ক্ষণ যায় ধীর লয়ে
নীরবতা ভাঙ্গে পাছে থাকি ভয়ে।।

সম্মুখে পথ কোথা জানা নাই
হৃদয়ের কোণে খুঁজি কিছু ঠাঁই
শঙ্কাতে কাঁপে বুক ধুক ধুক
কোথা পাব অধরা সেই সুখ
মন-নদী ভরা খর-স্রোতে
কূল দেখা যায় না তো এ রাতে
তবু যেন আশা ধরে রাখে মন
আলো নাকি আঁধারের এ জনম।

কষ্টেরা করে ভিড় আঙ্গিনায়
সুখ এই দিকে ফিরে না তাকায়
যায় যায় ক্ষণ যায় ধীর লয়ে
নীরবতা ভাঙ্গে পাছে থাকি ভয়ে।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

কিরমানী লিটন বলেছেন: চমৎকার ছান্দসিক,ভালোলাগা রেখে গেলাম
সতত শুভকামনা...

০৭ ই মে, ২০২০ রাত ৯:৫১

নব ভাস্কর বলেছেন: বড় দেরি হল। ক্ষমা করবেন। অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.