নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবীকা নির্বাহ করি আর সময় পেলে শব্দ নিয়ে খেলি। অন্তরের লালিত বাক্য \"জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।\"

নব ভাস্কর

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।

নব ভাস্কর › বিস্তারিত পোস্টঃ

হারিয়ে যাওয়া মাণিক

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২১

কলাপাতা রঙের বাইকটা আর দেখি না,
এই পথে কতবার দেখেছি-
কখনো তার আরোহীকে দেখিনি এখানে
হয়তো ছিল আশে পাশে
গোপনে চোখ রেখেছে আমার ওপর।
টিএসসির এই সড়ক দ্বীপ
অথবা লাইব্রেরি গেটের পাশে
কতজন আসবে যাবে কত রঙের বাইক নিয়ে
হয়তো কলাপাতা রঙের বাইকও থাকবে তার ভিড়ে
শুধু থাকবে না সেই একজন আরোহী-
যার ভালবাসা নিবেদনে বড় পাগলামী ছিল।
বঞ্চনার ভারে ক্লান্ত আমি মাঝে মাঝে ভাবি
যদি দয়া করতাম হারাত না সে
অপরাধী করে যেত না না ফেরার দেশে।
দু’চোখে আজ দুঃখ বেয়ে পড়ে
ভাল থেকো অজানা ওপারে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২৯

কিরমানী লিটন বলেছেন: চমৎকার ভালোলাগা,অনবদ্য ...

সতত শুভকামনা ...

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৬

নব ভাস্কর বলেছেন: ধন্যবাদ। শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.