নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবীকা নির্বাহ করি আর সময় পেলে শব্দ নিয়ে খেলি। অন্তরের লালিত বাক্য \"জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।\"

নব ভাস্কর

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।

নব ভাস্কর › বিস্তারিত পোস্টঃ

জেগে থাকো চাঁদ

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ২:১৮

ও চাঁদ তুমি মেঘের আড়ালে লুকিয়ো না
আলো ছড়াও অবিরল,
তুমি আড়াল হলে আমি দিকভ্রান্ত হব
আঁধারে ঢেকে যাবো
মুখ থুবড়ে পড়বো পথের উপর।

ও চাঁদ ঘন-কালো মেঘে ঢাকা পড়ো না
আমাকে আঁধারে রেখো না,
ঢাকা পড়লে প্লাবনের আশংকায় ডুবি
তুমি আড়াল হলে ভাঙ্গনের শব্দ শুনি
তুমি আড়াল হলে তীর হারা হব।

ও চাঁদ দৃষ্টির সীমা ছেড়ে যেয়ো না
সারা রাত জেগে থাকো,
তা না হলে আমি অন্ধ হয়ে যাবো
যন্ত্রণায় ধুকে ধুকে মরবো
তুমি কিভাবে নিজেকে ক্ষমা করবে?

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:০৩

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর কথামালা

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৩

নব ভাস্কর বলেছেন: ধন্যবাদ।

২| ২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৬

কানিজ রিনা বলেছেন: ঠিকইত যার আলয় পদ্দারী তারে আঁধারে মারি।
যদিও তাচ্ছিল্য তঘাপিও সত্য,আকাশ জানে বাতাশ
জানে। জানে তারকা রাজী সূরযীও প্রত্যক্ষদরশী।

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৬

নব ভাস্কর বলেছেন: ওরে মন সহজ বোঝ না সহজে....

৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৭

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ ভালোলাগার কবিতা- চমৎকার ...

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪০

নব ভাস্কর বলেছেন: শুকরিয়া, শুকরিয়া। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.