![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।
সারাক্ষণ তোর সঙ্গ পেতে
খুব ইচ্ছে করে সখি,
পুষিয়ে দেব,গেল ক'দিন
যেটুক দিলাম ফাঁকি।
আহা, কাঁদিস কেন?
কোন কারণে চক্ষু টলমল?
কে বকেছে পরাণ তোরে
কে মেরেছে? বল?
মুখটা এমন ভার কেন তোর
কেন এত কান্নাকাটি?
একটুখানি হাস্ না পরাণ
মোছ না দু'টি আঁখি।
কোন কারণে তোর চোখে বয়
তপ্ত শ্রাবণ ঢল,
কেন আমার খাঁখাঁ বুকে
ক্ষরণ অবিরল?
এক নিমিষে বছর গেল
তোর সাথে গাঁট বাঁধার,
এর মাঝে তো পাই না খুঁজে
এমন কিছু কাঁদার।
পাঁজর খুলে দেখতে পারিস
কার ছবিটা সাঁটা?
এখান থেকে সরায় তোকে
কার সে বুকের পাটা?
কাঁদবি যদি এইখানে আয়
ভিজিয়ে দে এই বুক,
অঝর ধারায় কান্না করে
পাস কিনা দেখ সুখ?
অকারণে ঢের কেঁদেছিস
দোহাই, আহা থাম,
পাড়া-পড়শি জানলে পরে
রটাবে দুর্নাম!
জানে জানুক জগৎবাসি
আমায় বাসো ভালো,
কেমন করে মন গভীরে
জ্বালাও প্রেমের আলো;
এত আদর এত সোহাগ
লুকিয়ে কোথায় রাখ?
তোমার মত তোমায়
ভালবাসতে পারি নাকো।
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৮
নব ভাস্কর বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।
২| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২০
কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লেগেছে ।
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৫
কিরমানী লিটন বলেছেন: অনেক সুন্দর ...