নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবীকা নির্বাহ করি আর সময় পেলে শব্দ নিয়ে খেলি। অন্তরের লালিত বাক্য \"জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।\"

নব ভাস্কর

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।

নব ভাস্কর › বিস্তারিত পোস্টঃ

শব্দার্থ

২৯ শে মার্চ, ২০১৭ রাত ২:২৯

জীবন-মরণ, ভালো-মন্দ
সুখ-দুঃখ, মধু-বিষ
পবিত্র-অপবিত্র, বন্ধন-মুক্তি
মানুষ-অমানুষ, প্রিয়-অপ্রিয়
-----ইত্যাদি।
শব্দগুলোর প্রকৃত অর্থ খুঁজতে খুঁজতে
ক্লান্ত হয়ে পড়ে জীবন।
শব্দের বুৎপত্তি খুঁজে
আসা যায় না কোন সমাধানে
বার বার ব্যর্থ হন পণ্ডিতগণ।

বিভ্রান্তের সামনে ভাব নিতে গিয়ে
বিভ্রান্ত হয়ে পড়ে অভিধান স্বয়ং!
ভাবে গর্ব করব নাকি অহংকার?
শব্দের প্রভাবে কখনো রঙিন
কখনো বিবর্ণ হয়ে ওঠে অভিধানের মলাট।

সবাই চুপচাপ হলে
নীরবতা ভাঙ্গে মহাজীবন, বলে
শব্দের অর্থ ঠিক করে স্থান-কাল-পাত্র
তাই কোথাও একার্থক, কোথাও দ্ব্যর্থবোধক
আবার কোথাও বহুরূপী।
কোথাও বিপরীত, কোথাও সমার্থক
কোথাও সব শব্দ একাকার
কোন ভিন্ন অর্থ হয় না সেগুলোর।
বিশ্বাস অথবা অবিশ্বাস
যা-ই কর না কেন
সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত সঞ্চিত
অভিজ্ঞতা থেকে বললাম।

শব্দের অর্থ খোঁজার, অর্থ বোঝার
শুরু বা শেষ কোথায় কে জানে-
এ যেন এক অনন্ত খেলা
অবিরাম বয়ে চলে অনন্তে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৭ ভোর ৫:৩০

কানিজ রিনা বলেছেন: আর তাই স্বর্গ নরক একজোড়া শব্দ,
সব জোড়া শব্দ ন্যায় অন্যায়
বিশ্বাস অবিশ্বাস
পাপ পুর্নি
মধু বিষ
পবিত্র অবিত্র
ভাল মন্দ
মানুষ অমানুষ
এই দুটি শব্দের মধ্যেই স্বর্গ নরক প্রজ্জলিত।
আমি মানুষ নিজেকে বিচার করতে পারি।
আমি অমানুষ নিজেকে বিচার করতে পারিনা।
আমি কে? কেন এসছি? কোথায় যাব?
আমি অনেক করেছি, কিন্তু কি পেলাম।
কোনটা ন্যায়,আমি কত টুকু দিতে পেরেছি
যা দেওয়ার ছিল। আমি কি বিবেক দ্বারা
তারিত? নাকি অন্যায় দ্বারা। কেউকি হতে
কষ্ট পেয়েছে? আমি কি কাউকে হাড়িয়েছি
হ্যা হাড়িয়েছি বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান।
হ্যা আমি মানুষ আমাকে স্বাধীনতা দিয়ে
তুমি সৃষ্টি করেছ। আমি স্বাধীনতা অবলম্বন
করেছি। তাই জোড়া শব্দের শুধু শব্দই
ভেবেছি। হে প্রতিপালক।,সব সৃষ্টির জোড়া
হোল কেন, হাওয়া আদম, নারী পুরুষ,
আমি কি মানুষ? আমাকেই কেন সব
মানতে হবে ওগুলত শুধুই শব্দ, আমি কি
অন্ধ ছিলাম কোনটা ভাল শব্দ কোনটা মন্দ।
তাই শেষ বিচারে দুটি শব্দ কানে আসে,
যা আমি শুনিও বুঝি নাই, ওগুলত শুধুই
শব্দ স্বর্গ নরক।
আপনার লিখায় নিজেকে প্রকাশ করলাম।
অনেক অনেক ধন্যবাদ।

২| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ৮:১৯

নব ভাস্কর বলেছেন: ধৈর্য্য ধরে পড়া, অতঃপর লিখার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.