![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।
দেখে মনোরম ফুল
কত জনা কত করে ভুল
যদি বিষ থাকে পাপড়িতে মিশে
নীল হয় দেহ সেই বিষে
ভালবাসা ভুল ছিল বলা যায় কি?
বিষ আছে সব জেনে
সবকিছু ক্ষতি মেনে
সব ভুলে বিষফুলে
মন ডুবে যদি
ভুল তারে বলা যায় কি?
২৯ শে মার্চ, ২০১৭ রাত ১০:৪৩
নব ভাস্কর বলেছেন: ধন্যবাদ।
২| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ১০:৪৭
অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৭ রাত ১০:২৯
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো।