![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।
সব হারিয়ে নিঃস্ব হলাম
তবু মিটল না তো দাম,
এখন তোমার হৃদয়খানি
করতে পার নিলাম।
২| ৩০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
৩| ৩০ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১০
আহমেদ জী এস বলেছেন: নব ভাস্কর ,
সুন্দর এই পঙক্তিমালার সুরে এটুকু সুর যোগ করে দিলুম ----------
ভাটার জলে
সব ধুঁয়ে নিলে
কি আর থাকে
হৃদয়ের বাঁকে ?
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৫৮
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন