নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবীকা নির্বাহ করি আর সময় পেলে শব্দ নিয়ে খেলি। অন্তরের লালিত বাক্য \"জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।\"

নব ভাস্কর

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।

নব ভাস্কর › বিস্তারিত পোস্টঃ

যখন আমি হারিয়ে যাব

০৫ ই মে, ২০১৭ রাত ২:৪৬

যখন আমি হারিয়ে যাব
থাকবো না এই মায়া-ভরা ধরায়,
পড়লে মনে হঠাৎ
আমায় খুঁজো সন্ধ্যা রাতের তারায়।

আমায় খুঁজো রবির আলোয়
আমায় খুঁজো আঁধার কালোয়
আমায় খুঁজো তোমার চোখের তারায়,
আমায় খুঁজো প্রভাত হাওয়ায়
আমায় খুঁজো পাখির গাওয়ায়
আমায় খুঁজো অঝর শ্রাবণ-ধারায়।

মনের যত দুঃখ-ব্যথা
তাড়িয়ে দিও দূরে,
গুনগুনিয়ে গান গেয়ো গো
মধুর কোন সুরে।

অবহেলায় খুঁজো আমায়
যত্ন করে নয়,
চোখ যদি গো জলে ভরে
সেই তো করি ভয়!

মুছে দিতে পারবো কি আর
তোমার চোখের জল?
মাঝে মাঝে মেঘ হব আর
হব শ্রাবণ-ঢল।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৭ রাত ৩:০৫

মহেড়া বলেছেন: ভালো উপমা।

০৫ ই মে, ২০১৭ বিকাল ৪:৩১

নব ভাস্কর বলেছেন: আপনাকে ধন্যবাদ।

২| ০৫ ই মে, ২০১৭ সকাল ৭:৪৬

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর ছন্দময় কবিতা হয়েছে। শুভ কামনা রইল।

০৫ ই মে, ২০১৭ বিকাল ৪:৩২

নব ভাস্কর বলেছেন: আপনার জন্যও শুভ কামনা।

৩| ০৫ ই মে, ২০১৭ সকাল ৮:০৭

আলপনা তালুকদার বলেছেন: ভাল লাগলো।

০৫ ই মে, ২০১৭ বিকাল ৪:৩৩

নব ভাস্কর বলেছেন: শুভেচ্ছা রইল।

৪| ০৫ ই মে, ২০১৭ দুপুর ২:৫৬

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন

০৫ ই মে, ২০১৭ বিকাল ৪:৩৪

নব ভাস্কর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.