নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবীকা নির্বাহ করি আর সময় পেলে শব্দ নিয়ে খেলি। অন্তরের লালিত বাক্য \"জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।\"

নব ভাস্কর

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।

নব ভাস্কর › বিস্তারিত পোস্টঃ

ঠিকানা দেব না.....

০৫ ই মে, ২০১৭ বিকাল ৪:২৯

ঠিকানা? কখনোই দেব না
পিছনে তাকাবো না যাব যখন -
তোমার করুণ চোখের চাহনি
পাংশুবর্ণ মুখ বা অব্যক্ত কথা
মনে করে দাঁড়াবো না এক বিন্দু,
হারানোর সুখ টুটে এই ভয়ে!
চলে যাব অজানায় একাকী
দৃষ্টির সীমা ছেড়ে বহু দূরে-
চলে যাব নিষ্ঠুরতার চিহ্ন এঁকে
চুর্ণ করে বুকের সব ক’টি হাড়।

যদি পথ চেয়ে থাক আঁধারে
অসীম বিশ্বাসে দীপ জ্বালো
বিধ্বস্ত হৃদয় মন্দিরে প্রতিক্ষণ-
ফিরে এসে বড় অপরাধী হবো,
যন্ত্রণায় কাতরাতে থাকবো।
নিশ্চিত জেনো পাগল হয়ে
তোমাকেই খুঁজবো তন্নতন্ন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৪:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: নিশ্চিত জেনো পাগল হয়ে
তোমাকেই খুঁজবো তন্নতন্ন।

গভীড় আকূতি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.