নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবীকা নির্বাহ করি আর সময় পেলে শব্দ নিয়ে খেলি। অন্তরের লালিত বাক্য \"জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।\"

নব ভাস্কর

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।

নব ভাস্কর › বিস্তারিত পোস্টঃ

পাগল হয়ে খুঁজি

০৮ ই মে, ২০১৭ রাত ১১:১৫

কে ভাঙালে ঘুম গো আমার
কে ভাঙালে ঘুম
কে এসে এই ঘুম কপালে
দিয়ে গেলে চুম।

জেগে তোমায় পাগল হয়ে খুঁজি
ফুল ছড়ালে গন্ধ ব্যাকুল
ভাবি তুমিই এলে বুঝি।

স্বপ্নে আমার দাওনি কেন দেখা
তোমায় কোন রূপে যে খুঁজি ?
লাগছে ভীষণ একা।

ঘুমের ঘোরে সর্বনাশা চিহ্ন এঁকে দিলে
চোখ পোড়ালে মন পোড়ালে
আমার ঘুম যে কেড়ে নিলে।

এখন মায়াপুরীর সব কাননে
পাগল হয়ে খুঁজি
রক্ত যখন ঝরে কাঁটায়
ভাবি তুমিই এই বুঝি।

কেউ পিছন থেকে বলে
ঘরে ফিরে যা,
মরবি শেষে প্রাণে
মরীচিকার পিছে দিলি পা!
ওদের কথা পথেই ফেলে রেখে
সামনে ছুটে চলি
বুকে পাষাণ বেঁধে কেঁদে কেঁদে
নিজের কাছে বলি-
গোপন মায়া, নও মিছে নও তুমি।

পোড়া চোখে দেবেই ধরা
হৃদয় দিয়ে মানি।
পাগল করা ঘুম ভাঙানো ছোঁয়া
এ জনমের সত্য বলে জানি।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৭ রাত ১২:০৮

একটি বালুকণা বলেছেন: //
কে ভাঙালে ঘুম গো আমার
কে ভাঙালে ঘুম
কে এসে এই ঘুম কপালে
দিয়ে গেলে চুম....


দারুণ

০৯ ই মে, ২০১৭ রাত ৩:০৬

নব ভাস্কর বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

২| ০৯ ই মে, ২০১৭ ভোর ৪:২৪

উম্মে সায়মা বলেছেন: অসাধারণ। ছন্দময় কবিতা বেশ লাগল পড়তে।

৩| ০৯ ই মে, ২০১৭ দুপুর ১২:১৮

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.