নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবীকা নির্বাহ করি আর সময় পেলে শব্দ নিয়ে খেলি। অন্তরের লালিত বাক্য \"জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।\"

নব ভাস্কর

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।

নব ভাস্কর › বিস্তারিত পোস্টঃ

বিখ্যাতদের ভাল লাগা লেখনি

১৪ ই জুলাই, ২০১৭ রাত ২:২৭

"তোমাদের পানে চাহিয়া বন্ধু
আর আমি জাগিব না,
কোলাহল করি সারা দিনমান ধরি
কারো ঘুম ভাঙ্গিব না,
নিশ্চল-নিশ্চুপ
আপনার তেজে আপনি জ্বলিব একাকী
গন্ধ বিধুর ধুপ।"

কবি নজরুলের এ পঙক্তি ক'টি কেন এত ভাল লাগছে????

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ২:৪৭

চাঁদগাজী বলেছেন:


সবাইকে দুরের মনে হচ্ছে আপনার; আড্ডা দেন, গল্প করেন।

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০৪

নব ভাস্কর বলেছেন: ধন্যবাদ। চেষ্টা করব।

২| ১৪ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৫৭

দীপঙ্কর বেরা বলেছেন: মনের সাথে মিলুক মন

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০৭

নব ভাস্কর বলেছেন: মনের সাথে মন মেলানো
অনেক কঠিন ভাই
হাল ছেড়েছি তাই...

৩| ১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: এতো বিদায়ের ব্যথা বাণী!

আপনার মনকি বিষন্ন?

নজরুল অনন্য। নজরুল অতুলনীয়। শ্রদ্ধা অন্তহীন।

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১৯

নব ভাস্কর বলেছেন: হ্যাঁ, ঠিক ধরেছেন।

বিষণ্নতায় ভরা আমার আকাশ
শ্বাস নিব যে, পাই না খুঁজে বাতাস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.