![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।
কয়টা আকাশ উড়লে পরে
ফিরবে নীড়ে পাখি,
কতটা পথ চাইলে তবে
বুঝবে দুটি আঁখি।
কতটা বার ঘুরলে শেষে
থামবে ঘড়ির কাঁটা,
কতটা পথ পেরিয়ে গেলে
বন্ধ হবে হাঁটা।
ক'বার হৃদয় ভাঙ্গলে মিটে
স্বপ্ন দেখার আশা,
কতটুকু নিঃস্ব হলে
হয়ে যাব ভাসা।
কতটা শ্বাস নেওয়ার পরে থামবে জীবন বল
প্রশ্ন কত প্রশ্ন শত ভাবনা গভীর ভাবনা অতল।
১৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৯
নব ভাস্কর বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৭ ভোর ৬:০৯
বিদ্যুৎ বলেছেন: খুব চমৎকার লিখেছেন। শুভ কামনা রইল।