![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।
অনেকটা দিন ছন্দবিহীন আমি
শব্দ নিয়ে নাই কোনো পাগলামি।
ঘুম আসে না চোখে আমার মন বসে না কাজে
ছন্দ খোঁজার ব্যর্থ প্রয়াশ করি সকাল সাঁঝে।
বেসুরো গান বেতাল বাজন পাই না মজা নেচে
নিভলে আলো শব্দ-ঘরের লাভটা কী আর বেঁচে।
পেট পুজোতে মগ্ন যে তাই মন পুজোটা ভুলি
আঁকবো ছবি মনের মতো আছে কি রংতুলি?
মনটা মরুক পেটটা বাঁচাও
থাকতে সময় আখের গোছাও
এই নিয়েই মরণ লড়াই
এই নিয়েই কত বড়াই লোকের,
আমার বুকে পাষাণ চাপে
ব্যথায় জ্বালায় শরীর কাঁপে
মনে কাল ছায়া পড়ে শোকের।।
©somewhere in net ltd.