নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।
শূন্যতা শুধু শূন্যতা
চারিদিকে শুধু হাহাকার,
কে নেবে কে নেবে
বল কে নেবে এ দায়ভার।
সমাধান হবে কিসে
এ জীবন ভরা বিষে,
এই বুঝি ছুটে হাল
ছিঁড়ে যাবে সব পাল
নাকি সব টুটে গেছে বহু আগে,
আলো যেন মরিচিকা
সুদিনের নাই দেখা
আঁধারেই পথ চলি
সুখ যেন কানাগলি
তবু কেন মনে এত আশা জাগে।
স্বপ্ন সব পরবাসে
আশা ঘিরে থেকো পাশে
সহজেই হেরে গেলে
তুচ্ছ এ জীবন।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৪
রাজীব নুর বলেছেন: সুন্দর।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৭
নব ভাস্কর বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুদিনের জন্য চেষ্টা করতে হবে।