![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।
ওগো মেয়ে
তোমার আছে কি আর আকাশ দেখা চোখ?
অন্তর্জালে
আটকে গেছে তোমার অন্তরলোক।।
মোবাইল স্ক্রিনে সারা ভূবন ঘুরে ঘুরে
সহজ জীবনের সকল সহজ গেছে দূরে,
চোখের নিচে কালি আর জীবন জোড়াতালি
হাজার রকম কষ্ট তোমায় খাচ্ছে কুরে কুরে।
ওগো মেয়ে
তুমি হলুদ খামের মর্ম বোঝো কি?
গতির যুগে
জীবন ভরে গেছে দুর্গতিতে মানো কি?
হাটবাজারে বসে খোঁজ নির্জনতার ছোঁয়া
মরীচিকার মায়ায় খেলো জীবন নিয়ে জুয়া,
অংক কষে কষে কোন হিসাব মেলে কি
জড়ের মোহে অন্ধ হৃদয়ে ভালবাসা পেলে কি?
ওগো মেয়ে
তুমি ভাল আছ তো আকাশ ভুলে থেকে
জীবনের পথ দেখো না ধোঁয়া ধোঁয়া চোখে।
ওগো মেয়ে
তোমার মাথা উচু করে সম্মুখ পানে চাও
চোখের জলে অন্ধ হবার আগে জীবনের অর্থ বুঝে নাও।
১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৩
নব ভাস্কর বলেছেন: ধন্যবাদ।
২| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:২২
চাঙ্কু বলেছেন: অন্তর্জালের অন্তরলোক ভাল হইছে!
১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৫
নব ভাস্কর বলেছেন: ধন্যবাদ।
৩| ১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৬
রাজীব নুর বলেছেন: যেমন করেই হোক সবারই উচিত নিজের দুর্বাধ্য মনটিকে বশ করা ।
১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৫
নব ভাস্কর বলেছেন: মন যদি হত পোষা পাখি
সে মানে না বশ সদাই দেয় ফাঁকি....
৪| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৪
কিরমানী লিটন বলেছেন: কেউ রাখেনি মনের খবর
মনে বড় কষ্ট
দুঃখ শোকে- দাবানলে
বনপুড়া মন নষ্ট
কবিতায় মুগ্ধতা ....
১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৩
নব ভাস্কর বলেছেন: নষ্ট হবার কষ্ট
ঠিক বুঝেছেন পষ্ট।
উপলব্ধির জন্য ধন্যবাদ।
৫| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৮
ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাস্তব চিত্রটিকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৫
নব ভাস্কর বলেছেন: ধন্যবাদ। এই ব্লগে স্বাগতম
৬| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩২
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমার ব্লগ ঘুরে আসবেন কিন্তু।
১৮ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৩৫
নব ভাস্কর বলেছেন: অবশ্যই।
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:১০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ওগো মেয়ে
তোমার আছে কি আর আকাশ দেখা চোখ?
অন্তর্জালে
আটকে গেছে তোমার অন্তরলোক।।
....................................................... খুবই সুন্দর কথা
তোমার মাথা উচু করে সম্মুখ পানে চাও
চোখের জলে অন্ধ হবার আগে জীবনের অর্থ বুঝে নাও।
....................................................... সহমত কবতিায় ++