নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবীকা নির্বাহ করি আর সময় পেলে শব্দ নিয়ে খেলি। অন্তরের লালিত বাক্য \"জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।\"

নব ভাস্কর

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।

নব ভাস্কর › বিস্তারিত পোস্টঃ

বোকার হদ্দ

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০১

এত বোকা দেখিনি তো আর
কেন এত কষ্ট করে, সোহাগ ভরে
জোড়াতে চাস
আমার জন্ম ছেঁড়া তার।

যে পথের মানুষ,তারে
ডাকিস কেন ঘরে?
যে কাল এল না, আজ আসেনি
সে কি আসবে ক'দিন পরে?।
তুই নামলি জলে
সাগর তলে বৃথা খুঁজিস তারা
যার নাই কোন ঘর, চারপাশে তার
চাস কি দিতে বেড়া?

কিসের আশায় জনম দিবি পিছে
ক্লান্ত হয়ে, জীবন ক্ষয়ে
শেষ বেলাতে ভুগবি যখন
বুঝবি সবই মিছে।

কোন কিছুর আশাতে নয়
সবার যেন সব ভাল হয়
এমন করে ক'জনা চায়
বল?
তুই সত্যিই বোকা
খাবি বড় ধোকা
এক জীবনের সবটা দিয়ে
পাবি শূন্য ফল।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কিসের আশায় জনম দিবি পিছে
ক্লান্ত হয়ে, জীবন ক্ষয়ে
শেষ বেলাতে ভুগবি যখন
বুঝবি সবই মিছে।

................................................. মরিচীকাময় এই জীবনে,
কিসের আশায় জনম দিবি ?
সবার যেন সব ভাল হয় , সেই দেশেতে চল ।

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৪

নব ভাস্কর বলেছেন: " সে এক রূপকথারই দেশ
ফাগুন যেথা হয় না কভু শেষ।"

ধন্যবাদ।

২| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৪

নব ভাস্কর বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৩| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব ভালো লাগলো কবিতার কথাগুলো, দারুণ সব সত্য বলে গেছেন।
তবুও মানুষ মানুষের তরে করবে নিবেদন প্রাণ।
মুগ্ধতা জানবেন কাব্যে।

২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৭

নব ভাস্কর বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.