![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।
দেখনা গেলাপ পাপড়ি মেলে
কত আলো চারপাশে,
সোনার আলো ছড়ায় রবি
বুঝতে পারিস কার আশে?
বায়ু ডেকে যায় ঘুম-ঘোরে
কণ্ঠে অলির গান ভাসে,
জুঁই-চামেলি-চম্পা-বেলি
আপন তনুর গন্ধ ভুলি
মাতাল হল কার বাসে?
তোর গন্ধ মধুর যাদুর ছোঁয়া
চির দুঃখীর দুখ নাশে,
চোখের জলে প্রাণ-ভাসা যার
প্রাণ খুলে আজ সে হাসে!
দূর আকাশের একটি তারা
তোর মাঝেই আপনহারা
কেউ জানেনা রাত জাগা তার
কেউ বোঝেনা দিন গোনা তার
ব্যথায়-জ্বালায় কাতর হলে
কেউ থাকেনা তার পাশে,
উঠবি জেগে সেই পাহারায়
আশার বুকে ঘর বাধে ভয়
ঘুম-চোখে তুই দেখিস যদি
দূর আকাশে কে ভাসে?
কান পেতে কি শুনতে পারিস
তোর মধু-নাম কার শ্বাসে?
০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪২
নব ভাস্কর বলেছেন: ধন্যবাদ। আমারও তাই মনে হয়।
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৫
রাজীব নুর বলেছেন: কবিতা খুব ভালো হয়নি।