নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবীকা নির্বাহ করি আর সময় পেলে শব্দ নিয়ে খেলি। অন্তরের লালিত বাক্য \"জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।\"

নব ভাস্কর

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।

নব ভাস্কর › বিস্তারিত পোস্টঃ

সময়ের ভাবনা

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪১

আলো দেখেই করিসনারে
দিন বদলের পরম আশা,
আলোর মাঝেই আসতে পারে
করুণ চরম অমানিশা।

সামনে চলার পথের উপর
আছে কি তোর ফুল বিছানো?
সামনে চলার কথা বলে
এতটা দিন রোজ পেছানো।

সঠিক জেনে যে ঠিকানায়
ঘরের বাহির রাখলিরে পা,
কাছাকাছি পৌঁছে দেখিস
ছিল সেটা ভুল ঠিকানা।

ভুল পথে ফুল তুলতে আবার
চলিস যদি আগের মত,
আসবে আবার সুযোগ কাঁদার
আসবে আঁধার দুঃখ শত।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: আশাবাদী কবিতা লিখুন।
আমাদের আশাবাদী হতে হবে।

২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৫

নব ভাস্কর বলেছেন: এটা সাবধানতার কবিতা। নিরাশার নয়।
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

৩| ০৯ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫৯

খায়রুল আহসান বলেছেন: পদ্যাকারে সময়ের ভাবনাগুলো ভাল লেগেছে।
সুন্দর কবিতা। + +
শেষ পংক্তিতে 'আসেব' শব্দটা আসবে হবে তা বোঝাই যাচ্ছে। তবুও, সম্পাদনা করে নিলে ভাল হয়। সুন্দর কবিতা ত্রুটিহীন হওয়া বাঞ্ছনীয়।

০৯ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৪০

নব ভাস্কর বলেছেন: ধন্যবাদ। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.