নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবীকা নির্বাহ করি আর সময় পেলে শব্দ নিয়ে খেলি। অন্তরের লালিত বাক্য \"জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।\"

নব ভাস্কর

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।

নব ভাস্কর › বিস্তারিত পোস্টঃ

এক গ্লাস জল

২৬ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৫৭


দেবে কি বল দেবে কি
এক গ্লাস জল,
কতকাল বল কতকাল
চেয়ে চেয়ে হব বিফল।।

তৃষ্ণায় বুক ফেটে যায়
মন মরু হয়ে যায়
ফোরাতের তীর ফিরে ফিরে আসে
এ মনের আঙ্গিনায়।।

সব কোলাহল যদি থেমে যায়
তখনও কি তুমি রবে নিরুপায়
পাথরের জল নদী হয়ে বয়
পাথরের মনে কবে হবে ক্ষয়??

দেবে কি বল দেবে কি
শুধু এক গ্লাস জল,
সবুজ মরু হয়ে গেলে
তুমি কি হয়ে যাবে সফল??

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৪০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৬ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৪৮

নব ভাস্কর বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.