![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।
আতংকে আচ্ছন্ন মানুষের মন
বাঁচার জন্য কত আয়োজন!
আমাদের জীবনের যত কিছু দরকার
কারো কাছে কিছু নেই সব দেবে সরকার!
মুনাফালোভীদের সাজ সাজ কলোরব
ক্ষুধা আর মৃত্যুর হবে কত উৎসব!
সারাক্ষণ আশংকায় ডুবে থাকে অন্তর
আচমকা উঁকি দেয় মনে মন্বন্তর!
কালস্রোতে সব ডুবে ভাসে শুধু কর্ম
তবু কেন লোপ পায় মানুষের ধর্ম?
সংকটে বিবেকের ন্যুনতম জাগরণ
মহামারির প্রাপ্তি স্বান্তনা দেয় মন।
শারীরিক মৃত্যুতে কেন এত হাহাকার
বিবেকের মৃত্যুর আছে কোন প্রতিকার?
২৫ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৮
নব ভাস্কর বলেছেন: আপনাকে ধন্যবাদ।
২| ২৫ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২৭
নব ভাস্কর বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:০৩
নেওয়াজ আলি বলেছেন: মনোমুগ্ধকর লিখনশৈলি ।