![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।
নেই কলরব স্বপ্নরা সব
ধুলোর সাথে মিশে গেছে
দুর্বিপাকে,
আজ দুচোখ ভরা শুধুই খরা
স্বপ্নবাজের স্বপ্ন গেলে
কি আর থাকে।
নেই কোন জন নেই কোন মন
আজকে পারে রঙ লাগাতে
ফিকে রঙে,
নেই মহাজন বিপুল ধন
জীবন ডালা আজ সাজাতে
নানান ঢঙে।
নেই কলরব যুক্তিরা সব
পোষ মানে না পালিয়ে গেছে
অনেক দূরে,
নেই কোন সুর বাজবে মধুর
হৃদয় ভেঙে বাজছে সানাই
করুণ সুরে।
এখন শুধু মরুর ধুধু
এখন শুধু আঁধার ভরা
নেইতো আলো,
আশার রেখা যায়না দেখা
আশা শুধুই মরীচিকা
রাত এখানে নিকষ কালো।
০৯ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৪২
নব ভাস্কর বলেছেন: ধন্যবাদ ++
২| ০৯ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৫৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আশার আলো দেখান
০৯ ই জানুয়ারি, ২০২১ রাত ২:০৬
নব ভাস্কর বলেছেন: ধৈর্য ধরুন।
৩| ০৯ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৪৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৯ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০১
নব ভাস্কর বলেছেন: অনেক ধন্যবাদ।
৪| ০৯ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫২
খায়রুল আহসান বলেছেন: অনেক 'নেই' এর মাঝে কোথাও যেন অনেক কিছুই লুকিয়ে আছে, কবিতা পড়ে এমনই একটা অনুভব পেলাম।
কবিতা ভাল লেগেছে ++ ।
০৯ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০৮
নব ভাস্কর বলেছেন: অনুভবের জন্য অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৩৯
মেহেদী হাসান হাসিব বলেছেন: সুন্দর +