![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।
কেমন করে এক নিমেষে
এমন করে বদলে গেলি?
কেমন করে আসল ভুলে
নিকষ কালো মুখোশ নিলি?
অনেক উঁচু মাথাটা তোর
থাকবে কি আর শক্ত-সোজা,
নিজের মাথা নিজের কাছে
লাগবে ভীষণ বড় বোঝা।
যে মাথাতে মুকুট পরে
ছিলি সবার মনের রাজা,
মুকুট এখন পাহাড়-সম
মুকুট কঠিন করুণ সাজা।
সবার থেকে আড়াল হয়ে
থাকলি না হয় অন্ধকারে,
তোর ভেতরে বসে যে জন
কোন কথাটা বলবি তারে?
সস্তা দরের বস্তা পচা
সুখের আশায় ভুললি সকল,
অমূল্য সব সুখ হারানোর
সামলাতে কি পারবি ধকল?
১২ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:০৪
নব ভাস্কর বলেছেন: শুকরিয়া শুকরিয়া শুকরিয়া।
অনেক ধন্যবাদ।
২| ১২ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:২৪
জগতারন বলেছেন:
সুন্দর !
১২ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:০৮
নব ভাস্কর বলেছেন: স্বাগতম। ধন্যবাদ।
৩| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:২৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:১২
নব ভাস্কর বলেছেন: আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:১৪
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর লিখেছেন। সুরেলা ছন্দে চমৎকার কবিতা!
শিরোনামটাও যথার্থ।
কবিতায় ভাল লাগা + +।