![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।
আমার হারিয়ে যাওয়া চাঁদ
অনেক দিনের শেষে,
এলে আমার আঙ্গিনায়
আমায় ভালবেসে।
ভাঙ্গন লাগা তীরে
জোনাক জ্বলা রাতে,
কত দীর্ঘ সময় ধরে
তোমার প্রতীক্ষাতে।
শরৎ রাতের দ্যুতি
নেইতো চাঁদের মুখে,
কোন অজানা গ্রহণ
লাগলো আমার সুখে।
আমার মনের আকাশে
মেঘের বাড়াবাড়ি,
নিকষ কালো ছায়া
চোখের সামনে আড়াআড়ি।
আমার ভালবাসার চাঁদ
তোমার নরম নরম আলোয়
আমায় ছুঁয়ে থাকো,
আমার চাতক পাখির মন
তোমার আাশায় আশায়
তুমি দূরে থেকো নাকো।
১৩ ই জুন, ২০২১ রাত ১২:৩৩
নব ভাস্কর বলেছেন: ছন্দে মন্তব্য ভাল লাগলো। আপনাকে স্বাগতম জানাই।
২| ১২ ই জুন, ২০২১ রাত ৮:৩৩
খায়রুল আহসান বলেছেন: যুগে যুগে কবিগণ চাঁদকে নিয়ে অজস্র কবিতা লিখে গেছেন চাঁদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে। আপনার কবিতায়ও সে সৌন্দর্য প্রতিভাত হয়েছে এবং চাঁদকে নিয়ে পুরনো স্মৃতির আকুলতা প্রকাশ পেয়েছে।
১৩ ই জুন, ২০২১ রাত ১২:৩৭
নব ভাস্কর বলেছেন: আপনার মন্তব্য আমার পথ চলায় উৎসাহ যোগাবে। অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা।
৩| ১৩ ই জুন, ২০২১ রাত ১:১৯
ঢুকিচেপা বলেছেন: বাহ্ খুব ভাল লাগলো ছন্দময় কবিতা।
৪| ১৩ ই জুন, ২০২১ রাত ৮:২২
নব ভাস্কর বলেছেন: ভুলবশত সম্মানিত পাঠকের মন্তব্য মুছে যাওয়ায় আন্তরিক ভাবে দুঃখিত। যদি তিনি মন্তব্যটি পুনরায় পোস্ট করেন স্বান্তনা পাব ও কৃতজ্ঞ থাকবো। পুনরায় দুঃখ প্রকাশ করছি।
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০২১ বিকাল ৪:৫৪
জটিল ভাই বলেছেন:![:)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_03.gif)
চাঁদ আর না হারিয়ে
থাকুক আঙ্গিনায়,
কবিতা ছন্দমধুর
ছন্দে জানিয়ে যাই