![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।
রাতের বেলা-
সুন্দরী, তোর চলা ভাল
বলা ভাল, তোর কাজল
আঁকা চোখ দু'টিতে
ছড়ায় আলো,
তোর প্রতি অঙ্গের
ছন্দ ভাল, নগ্ন বুকের
গন্ধ ভাল, সকল কালো
মন্দ ভালো, এই পেয়ালায়
আরও ঢালো! আরও ঢালো!!
দিনের বেলা-
তোর সবই কালো
দূর হ এখন! তোদের জ্বালায়
ধর্ম গেল, ধর্ম গেল
তোর কারণেই নষ্ট হলো
সকল ভাল!
তোর কারণেই
সমাজ গেল, রাষ্ট্র গেল
সব মঙ্গলের
নিভলো আলো!
তুই যে কালো!!
তুই যে কালো!!!
(কবিতাটি প্রথম আলো ব্লগে পূর্বে প্রকাশিত। এখন সে ব্লগটি শুধুই স্মৃতি।)
০৯ ই আগস্ট, ২০২১ রাত ১:৫৮
নব ভাস্কর বলেছেন: ধন্যবাদ। আমার ব্লগে আপনাকে স্বাগতম।
২| ১৪ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৫০
খায়রুল আহসান বলেছেন: চমৎকার লিখেছেন। কবিতায় দ্বিতীয় ভাললাগা রেখে গেলাম। + +
"তুই যে কালো! তুই যে কালো!" - এ ধ্রুবকটি (refrain) ভালো লেগেছে।
১৮ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:২৫
নব ভাস্কর বলেছেন: জ্ঞান নাই ব্যাকরণে
লিখি কারণে অকারণে
আপনার মন্তব্যের চরণ
রাখবো স্মরণ আমরণ।
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০২১ রাত ১:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+