নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবীকা নির্বাহ করি আর সময় পেলে শব্দ নিয়ে খেলি। অন্তরের লালিত বাক্য \"জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।\"

নব ভাস্কর

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।

নব ভাস্কর › বিস্তারিত পোস্টঃ

অন্ধ ভোগী

১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ২:৫৭


ভালবাসা উড়ে গেছে অভাবে বিভবে
স্বপ্ন সব ভেঙে গেছে অভাবে বিভবে,
তবুও খোলে না খোলে না হৃদয়ের চোখ
সে তো অন্ধ সে তো বন্ধ মন্দ স্বভাবে।।

যারা বাহিরে দেখায় ভালো দেখায় আলো
অন্তরালে পাগল হয়ে অন্ধকারে ছোটে,
ওরা সুখ খুঁজে মরে ওরা প্রেম যেচে মরে
ওদের হৃদয় জুড়ে কাঁটা ফুঁড়ে কেবল বিষাদ জোটে।

ওরা তৃষ্ণা পেলে মজে মরিচীকায়
হন্যে হয়ে খুঁজে বেড়ায় নোনা জলের পাথার,
তাতে হয় না তো ফল মেলে না তৃষ্ণার জল
শুধু খুঁজে মরে পেছনে রয় পড়ে রয় মিঠা পানির আধার।

ওরা ত্যাগের বেলা রয় যে দূরে
কথা বলে নানা সময়ে নানান সুরে
মানে না মানে না নীতি তো মানে না,
বেশি পাওয়া ন্যায্য মানে
নানান রকম বুদ্ধি জানে
ভোগের মোহে মত্ত হৃদয়
ত্যাগের সুখ কি জানে না।

ভালবাসা উড়ে গেছে অভাবে বিভবে
স্বপ্ন সব ভেঙে গেছে অভাবে বিভবে
তবুও খোলে না খোলে না হৃদয়ের চোখ
সে তো অন্ধ সে তো বন্ধ মন্দ স্বভাবে।

ছবি সূত্রঃ ইন্টারনেট।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৭:১৫

জগতারন বলেছেন:
সুন্দর !
কবির প্রতি সুভেচ্ছা ও ভালবাসা জানাই।

১৭ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১১

নব ভাস্কর বলেছেন: আপনাকে ধন্যবাদ। নিরন্তর শুভেচ্ছা ও ভালবাসা রইল।

২| ১৭ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:০১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।

১৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২৮

নব ভাস্কর বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৩| ২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫৬

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর লিখেছেন এ কবিতাটি; পড়তেও ভালো লাগে, শুনতেও।
সঠিকভাবে সুরারোপিত হলে এটি একটি জনপ্রিয় গান হয়ে উঠতে পারে।
কবিতায় প্লাস। + +

০১ লা মে, ২০২২ ভোর ৪:৫৮

নব ভাস্কর বলেছেন: শুকরিয়া! শুকরিয়া!!
গান হতে পারে এভাবে ভাবিনি। আপনার মন্তব্যে সম্ভাবনা উঁকি দেয়। কিন্তু পথ জানা নাই। যদি পথ খুঁজে পাই চেষ্টা করবো। আমার এরকম আরও কিছু লেখা আছে। অপ্রকাশিত।
কবিতা গান হয়ে উঠবে কি না সেটা ভবিষ্যৎ নির্ধারণ করবে। তবে আপনার মন্তব্যটা আমার মনে বৈশাখের দাবদাহে হঠাৎ আসা বৃষ্টির মত একটা ঝাপটা দিয়ে গেল।

নিরন্তর শুভ কামনা রইল।

৪| ০২ রা জুন, ২০২২ সন্ধ্যা ৭:১৭

খায়রুল আহসান বলেছেন: চমৎকার প্রতিমনৎ্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.