নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।
ও রূপালী চাঁদ
তুমি নাইতো আমার চোখের সীমানায়,
কোন অজানা গভীর অভিমানে
আমায় ভাসিয়ে দিলে অকূল দরিয়ায়।
আমার চারিদিকে
শুধু আঁধার ভীষণ কালো,
আমি পাইনা তোমায় পাশে
পাইনা তোমার আলো।
ক্লান্ত দু’চোখ দিয়ে আকাশ পানে চেয়ে
দেখি লক্ষ তারার মেলা,
আমার স্বপ্ন কেড়ে নিয়ে দূর আকাশে যায়
হাজার সাদা মেঘের ভেলা।
আমি একলা একা জেগে
কাটাই সারা রাত্রি,
জীবন হালছাড়া এক জাহাজ
আমি একলা চলা যাত্রী।
ও রূপালী চাঁদ
তুমি অনেক অনেক ভালো,
আমি পাইনা ছুঁতে তোমায়
পাইনা তোমার আলো।
অমাবস্যার শেষে
যদি আস পূর্ণিমারই বেশে
আমার নয়ন ভরবে তোমার জমকালো সে সাজে,
আমার হালছাড়া এই জাহাজটাকে
ভাসিয়ে নিও সাগর তটে
নয়তো অভিমানে রেখো গভীর সাগর মাঝে।
১৯ শে জুলাই, ২০২২ রাত ১১:৪৮
নব ভাস্কর বলেছেন: শুকরিয়া। আপনাকে অনেক ধন্যবাদ।
২| ১৬ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬
খায়রুল আহসান বলেছেন: রূপালী চাঁদ এর সাথে কবির কথোপকথন ভালো লাগল।
শেষ থেকে তৃ্তীয় লাইনে জাহাজ খানারে এর স্হলে জাহাজটাকে লিখলেই বোধকরি কবিতাটি আরও সুখপাঠ্য হতো।
কবিতায় দ্বিতীয় প্লাস। + +
২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩৬
নব ভাস্কর বলেছেন: মূল্যবান পরমর্শের জন্য আপনাকে ধন্যবাদ। বিলম্বের জন্য ক্ষমা চাইছি।
©somewhere in net ltd.
১| ১৭ ই জুলাই, ২০২২ রাত ৯:২৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।