![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।
মন সেতো মানে না মানে না মানে না বারণ
ক্ষণে হাসে ক্ষণে কাঁদে জানে না কি কারণ কি অকারণ।
শুধু ছুটে চলে ছুটে চলে দ্রুত লয়ে জানে না সে কোথা সীমারেখা
ছুটে ছুটে কি দেখা হলো কি জানা হলো কি হলো না দেখা।
সেতো বুঝে না লাল নীল সাদা কালো সৎ কি বা অসৎ
সে থমকে দাঁড়ায় যখন দ্বিধা - দ্বন্দ করে বন্ধ ছুটে চলার পথ।
সেতো ভাবে না সামনে পিছে সাচ্চা মিছে দূরে কাছে গমন আগমন
সে হাওয়ায় উড়ে রোদে পোড়ে জলে ডুবে খোঁজে জীবন মরণ।
সেতো বুঝে না ফুল কাঁটা জোয়ার ভাটা পূর্ণ শুন্যতা
সেতো মানে না সোজা বাঁকা খোলা ঢাকা প্রাচুর্য দীনতা।
সেতো কষ্ট বোঝে দুঃখ বোঝে শান্তি খোঁজে সুখ খোঁজে ঘুমে জাগরণে
সেতো ছুটে চলে নীরবে কোলাহলে কোন বাঁধা সীমানা না মানে।
০৩ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১:০১
নব ভাস্কর বলেছেন: তারে ধরা তো যায় না
তারে ছাড়া তো যায় না
ভাবি বুঝি ছুঁয়ে দেব
ছোঁয়া তো যায় না।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:২৭
খায়রুল আহসান বলেছেন: মন এভাবেই চলতে থাকুক। আপনি মনের সাথেই থাকুন।
কবিতা ও ছবি, দুটোই সুন্দর! + +
০৩ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১:০৭
নব ভাস্কর বলেছেন: শুকরিয়া। শিরে ধরি তব সুবাসিত বাসনা।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:২৫
অপ্সরা বলেছেন: একদম আমার মত মন!
০৩ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১:১১
নব ভাস্কর বলেছেন: মন মিলেছে মনের সনে
মন যদি চায় রাখবে মনে।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ২:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
না মানলে আর কী কিরার আছে!
ওরে ছাইড়া দেন।