নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবীকা নির্বাহ করি আর সময় পেলে শব্দ নিয়ে খেলি। অন্তরের লালিত বাক্য \"জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।\"

নব ভাস্কর

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।

নব ভাস্কর › বিস্তারিত পোস্টঃ

দুপুর বেলার কাব্য

০৫ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:০১


আমার একলা দুপুর বেলা
মনের গহীন কোনে হাজার ভাবনা করে খেলা।

ধরা দেওয়া স্বপ্নগুলোর রঙ যেন সব ফিকে
মনের ঘরে এলোমেলো ছড়িয়ে চতুর্দিকে,
যখন পাইনি কিছু ভেবেছিলাম এই বুঝি সব শেষ,
পেলাম যখন উড়ে গেল সকল পাওয়ার রেশ।

এখন বসে বসে ভাবি এই শান্ত দুপুর বেলা
মনের ঘরে থরে থরে বিচিত্র সব খেলা,
সেথায় স্মৃতিগুলো হাজার রঙের স্বপ্ন সাদাকালো
দিনে প্রখর রোদে পুড়ে রাতে কোমল চাঁদের আলো।

যে গান হয়নি লেখা আজও হয়নি বাঁধা সুর
আমায় একলা পথে ফেলে গিয়েছে কোন দূর,
আমার না লেখা সে গান মনে ছটফটিয়ে মরে
অচেনা সে সুর জলোচ্ছ্বাসের মতো স্বপ্ন মেলে ধরে।

আমার একলা দুপুর বেলা
মনের গভীর গহীনে স্বপ্ন শত ভিড়ে,
অধরা সব সুখ মনের সাগর হতে উঠে
তপ্ত বালুকায় আছড়ে পড়ে তীরে।

ছবি সূত্রঃ ইন্টারনেট

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৩২

মিরোরডডল বলেছেন:




যে গান হয়নি লেখা আজও যার হয়নি বাঁধা সুর
আমায় একলা ফেলে পথে গিয়েছে কোন দূর,


শব্দটা কি পথে না হয়ে পথ হবে ।
পথ গিয়েছে কোন দূর …..

ভালো লেগেছে ।


০৫ ই অক্টোবর, ২০২২ রাত ৯:২৮

নব ভাস্কর বলেছেন: মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। শব্দটি হবে " পথে"। তবে অধিকতর স্পষ্ট করার জন্য "পথে" শব্দটি "ফেলে " শব্দের আগে নিয়ে এলাম।

এরকম গঠন মূলক পরামর্শ সব সময়ের জন্য স্বাগতম।

২| ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৫৩

জগতারন বলেছেন:
সুন্দর কবিতা।
লাইক।

৩| ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৫৩

জগতারন বলেছেন:
সুন্দর কবিতা।
লাইক।

০৫ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৩০

নব ভাস্কর বলেছেন: শুকরিয়া। ধন্যবাদ।

৪| ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৩৭

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।

০৫ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৫৬

নব ভাস্কর বলেছেন: শুকরিয়া। ধন্যবাদ।

৫| ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১০:০৭

খায়রুল আহসান বলেছেন: কবিতার মত ছবিটাও খুব সুন্দর!
মানুষের প্রাত্যহিক জীবনে প্রতিটি দিনের কিছু কিছু বিশেষ অংশ তার মনের উপর বিশেষ প্রভাব ফেলে। এটা একেকজনের কাছে একেক রকম হতে পারে। যেমন, কারো কাছে উদাস দুপুর, কারো কাছে গোধূলি লগ্ন, আবার কারো কাছে প্রত্যুষের ঊষালগ্ন।
কবিতা চমৎকার হয়েছে। কবিতায় প্লাস। + +

০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৩৫

নব ভাস্কর বলেছেন: মুগ্ধতা ছড়ানো মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

৬| ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বেশ কয়েকবার এসে ফিরে গেছি, কমেন্ট লেখা হয়ে ওঠে নি। কমেন্ট লেখার আগে আপনার আগের কয়েকটা কবিতা দেখে এলাম। ওগুলোর তুলনায় এটা অনেক আধুনিক। আপনার এ কবিতাটা সাবলীল মনে হওয়াতেই মনে হলো কিছু কথা বলি।

আগেই বলেছি, আপনার হাত সাবলীল ও আধুনিক। আপনি ছন্দ কতটুকু বোঝেন সেটা নিয়েই আমার দ্বন্দ্ব ও সন্দেহ। প্রথমে মনে হয়েছে ছন্দে আপনি দক্ষ, পরে দুর্বলতাগুলো দেখে মনে হলো, আপনার ছন্দ সম্পর্কে মেমরি রিফ্রেশ করার একটু দরকার আছে। নীচে লিংক দিব।

প্রথম দু লাইন যে ছন্দে লিখেছেন, পরের পুরো কবিতায় ছন্দ পালটে গেছে।

প্রথম দু লাইন এভাবে যদি পড়েন :

আমার ---- একলা দুপুর বেলা
মনের গহিনে লক্ষ হাজার ভাবনা করে খেলা

বোল্ড করা 'আমার' শব্দটাকে 'উপ-পর্ব' বলে। এটা বলার পর গ্যাপ দিয়ে বাকি অংশ পড়তে হয়। ২য় লাইনে দুটো মাত্র যোগ করলে আপনি যে ছন্দ পাবেন (মাত্রাবৃত্ত এর নাম), সেই ছন্দেই কবিতার পুরো অংশ লিখেছেন।

আরো কিছু উপপর্ব :

৫ম ও ৬ষ্ঠ লাইনে - যখন
৭ম লাইনে - এখন
৯ম- সেথায়
১০ম- দিনে
যে-গান
দুপুর নিরালায় (এটা খুবই জটিল ও দুর্বল হয়ে গেছে। উপ-পর্ব এত বড়ো হবে না)
আর অচেনা - এটাও

একটা কবিতায় এত উপ-পর্ব দিলে পড়ার সময় ব্যাঘাত ঘটে। আবার, যদি পুরো কবিতাই উপ-পর্বময় হয় (যেমন 'বিদ্রোহী';) সেখানে কোনো সমস্যা হয় না।

কবিতাটা আমি গদ্য, মাত্রাবৃত্ত বা অক্ষরবৃত্ত, কোনো ছন্দেই ঠিক মতো পড়তে পারি নি বলে এতকিছু লিখলাম।

আপনার কবিতার ভাব, ভাষা ভালো। ছন্দের বাইরে একটা শব্দ - 'সেথায়' - এ শব্দটা চটজলদি পালটে ফেলা প্রয়োজন। কবিতা লেখার পর ওটা কিছুদিন পর পর পড়তে হবে আর এডিট করতে হবে। ছন্দ যদি আপনি সত্যিই ভালো বুঝে থাকেন, তাহলে আরো কিছুদিন পর এটাকে আবার এডিট করুন। ছন্দগুলো ঠিক করুন। এটা একটা সরস কবিতা হবে।

সময় পেলে ব্লগার ৎঁৎঁৎঁ, সোনালী ডানার চিল, এবং সাকলাইন সজিব নামে একজন নতুন এসেছেন, এদের কবিতা পড়ুন। আহমেদ জী এস কবিতা কম লিখেছেন, কিন্তু যা লিখেছেন, খুব ভালো লিখেছেন। এদের কবিতাগুলো নতুনদের জন্য উদাহরণ। পড়লে কবিতার আঙ্গিক সম্পর্কে কিছু ভালো ধারণা পাবেন।

মাঝখানে কয়েকটা লাইনে ছন্দপতন হয়েছে। ওটা আশা করি নিজে নিজেই ধরতে পারবেন।

বাংলা কবিতার ছন্দ – প্রাথমিক ধারণা

আপনার জন্য অনেক অনেক শুভ কামনা থাকলো।




২৯ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৩১

নব ভাস্কর বলেছেন: মূল্যবান মন্তব্যটি বার বার পড়েছি। আরও বহুবার পড়বো। সত্যি বলতে কি ছন্দ নিয়ে যতটুকু পড়াশোনা তা পাঠ্য বইয়ে-তাও আবার প্রায় ভুলে গিয়েছি। শুধু নাম অথবা শিরোনামগুলো মনে আছে।

আমার লেখাগুলো মাথা দিয়ে নয়, হৃদয় দিয়ে। যত্ন করে নয় অবহেলা করে। অর্থাৎ অতটা সময় দিয়ে চিন্তা করে নয়, অনেকটা আকস্মিকভাবে। নিজের বা অন্যের জীবনের অথবা প্রকৃতির কোন কিছু যখন আমাকে ভাবায় তখনই আকস্মিকভাবে লিখে ফেলি।

আপনার মন্তব্য পড়ে ভাবতে শুরু করেছি। আপনি আমাকে মনে করিয়ে দিয়েছেন কবিতা একটা অন্যতম শি্ল্প। আর নিয়ম কানুন মেনে শিল্পের যত যত্ন ও চর্চা করা হয় সেটা তত সুৃন্দর ও সুনিপুণ হয়ে ওঠে।

উপলব্ধি এটাই আমাকে প্রচুর পড়তে হবে, জানতে হবে, অনেক পথ হাঁটতে হবে।

আমার লেখা নিয়ে আপনার যৌক্তিক মূল্যায়ন, বিশ্লেষণ এবং মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

নিরন্তর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.