নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবীকা নির্বাহ করি আর সময় পেলে শব্দ নিয়ে খেলি। অন্তরের লালিত বাক্য \"জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।\"

নব ভাস্কর

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।

নব ভাস্কর › বিস্তারিত পোস্টঃ

বেহুলা মনসা

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০৭


প্রিয়া বলে মনে উষ্ণতা চাই
বহুদিন চোখে ভালবাসা নাই
চোখের আড়াল হয়ে গেছি বলে
দূরে চলে গেছো মার পলে পলে,
আজ থেকে হব কঠিন মন্দ
যোগাযোগ সব চিরতরে বন্ধ।

আমি বলি একসাথে চলা বহুদিন হলো
তবু কেন কথা বাঁকা করে বলো,
সোজা পথে জানি শান্তি ভরা
বাঁকা পথে কাঁটা কষ্ট জ্বরা,
লোকে ভালবাসা চায় মিনতি করে,
তুমি কেন চাও খড়গ ধরে?
মনসার চেষ্টা সবই তো বিফল
বেহুলার কষ্ট জগতে সফল।


ছবি সূত্র : ইন্টারনেট।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২১

কামাল১৮ বলেছেন: বেচারী বেহুলা।দেবতাদের আসরে লেংটার হয়ে নাচতে হয়েছে স্বামীর প্রান ফিরে পেতে।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪২

নব ভাস্কর বলেছেন: প্রলয় দিনে ঘোর আঁধারে বস্ত্র নিয়ে কে আর ভাবে
বিসর্জনের পূর্ণতায়ই কাম্য প্রেমের মাণিক পাবে।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৪

এম ডি মুসা বলেছেন: কবিতায় রস আছে

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭

নব ভাস্কর বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: শিরোনামে বেহুলা হবে।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:০৫

নব ভাস্কর বলেছেন: বেহুলা লিখে দিলাম। ধন্যবাদ।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:০২

রাজীব নুর বলেছেন: বাহ!

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪০

নব ভাস্কর বলেছেন: শুকরিয়া। ধন্যবাদ ও শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.