নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবীকা নির্বাহ করি আর সময় পেলে শব্দ নিয়ে খেলি। অন্তরের লালিত বাক্য \"জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।\"

নব ভাস্কর

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।

নব ভাস্কর › বিস্তারিত পোস্টঃ

রক্তাক্ত ১৫ই আগস্ট ও আমাদের অকৃতজ্ঞতা

১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৫০




জাতি হিসেবে আমরা অকৃতজ্ঞতার যে নজির স্থাপন করেছি তা ইতিহাসে বিরল। যে মহান নেতা তাঁর সারা জীবনের সকল সময় ব্যয় করলেন বাঙালি জাতির মুক্তির জন্য, যার ধ্যান, জ্ঞান, চিন্তায়, স্বপ্নে ছিল শুধু বাঙালি আর বাঙালি, আমরা তাঁকেই আমাদের জ্ঞান ও চিন্তা থেকে মুছে ফেলার নির্লজ্জ চেষ্টা করলাম। যিনি প্রতি মুহূর্তে বাঙালির জন্য মৃত্যুকে তুচ্ছজ্ঞান করেছেন, আমরা সপরিবারে তাঁকে হত্যা করলাম, বাদ গেল না পরিবারের শিশু সন্তানও। যে বাঙালির প্রতি ছিল তাঁর অগাধ বিশ্বাস, সেই বাঙালিই তাঁর সঙ্গে করল চরম বিশ্বাসঘাতকতা।

সব কলঙ্কের কালি মোচন হয় না। মোচন হওয়ার কোন প্রচেষ্টা -সম্ভাবনা কোনটাই দেখতে পাচ্ছি না। কারণ শেখ মুজিবের বাংলা এখনো সেই দুর্নীতিবাজ-লুটেরা-স্বার্থবাদীদের দখলে। ওরা এখনো বাংলাকে শোষণ করে চলছে। মরুভূমির তৃষ্ণার্ত উটের মত ওদের তৃষ্ণা। বিন্দুমাত্র স্বার্থের ব্যাঘাত হলে ওরা ছোবল মারবে জমানো বিষের সবটুকু দিয়ে। ওইসব বিষধর সাপেদের সঙ্গে একা, হ্যাঁ একাই নিরন্তর লড়াই করে চলেছেন মুজিব কন্যা শেখ হাসিনা।

আজ এই দিনে "মুজিব কন্যা" ছাড়া অন্য কোন সম্মোধন আমার নিকট যথার্থ মনে হয়নি। মুজিব কন্যাদ্বয়ের জন্য আজ শুধু ব্যর্থ সমবেদনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টের সকল শহীদগণের প্রতি শ্রদ্ধা।

ছবি সূত্র : ইন্টারনেট।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১১:৩৫

পাজী-পোলা বলেছেন: তিনি কি একাই মহান নেতা ছিলেন? নাকি সপরিবারে হত্যা হবার জন্যই, কেবল তাঁকেই মনে রাখতে হবে?

বড়ই আশ্চর্য, দেশের প্রধানমন্ত্রী হয়েও তিনি কেবল পিতৃ পরিচয়ে পরিচিত হচ্ছেন। নেপোটিজম কিড।

১৬ ই আগস্ট, ২০২৩ রাত ১২:২৪

নব ভাস্কর বলেছেন: শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অতুলনীয় মহান নেতা। আমাদের দেশ বিরোধীরাই কাউকে কাউকে শেখ মুজিবের সমান্তরালে দাঁড় করানোর ব্যর্থ চেষ্টা করেন। শেখ মুজিব না থাকলে তাঁর সমসাময়িক কোন নেতারই অস্তিত্ব থাকতো না। ৭৫ এর আগস্টের পর সেটা প্রমাণিত হয়েছে। বাবা সবসময় বাবাই থাকে।

পিতৃ পরিচয় অস্বীকার করা তো ভয়ংকর দুষ্কর্ম! ১৫ আগস্টের এই শোকের দিনে অবশ্যই শেখ হাসিনা অন্য দিনের থেকে অনেক বেশি মুজিব কন্যা ৷ আপনার বাবার মৃত্যুর দিনে আপনি আপনার সব পরিচয় ছাপিয়ে আপনি আপনার বাবার সন্তানই হবেন। এমনকি আপনি যদি আপনার বাবার থেকেও বিখ্যাতও হন।

২| ১৬ ই আগস্ট, ২০২৩ রাত ১২:১০

কলাবাগান১ বলেছেন: জামাতি সিম্প্যাথাইজার একটা চাল হিসাবে বঙ্গবন্ধু কে নিয়ে কবিতা লিখে কিন্তু বঙ্গবন্ধু শব্দ টা লিখতে চায় না কেননা এই শব্দ শুনলে মনে হয় তাদের গালে কেউ চপোটাঘাত করেছে।

৩| ১৬ ই আগস্ট, ২০২৩ সকাল ৮:২০

রাসেল বলেছেন: বিনা দ্বিধায়, আমি বাংলাদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্বাধীনতার পর তাঁর ভূমিকা কি বিবেচনার প্রয়োজন নেই?

১৬ ই আগস্ট, ২০২৩ সকাল ৮:৪০

নব ভাস্কর বলেছেন: স্বাধীনতার পর শেখ মুজিবের কোন কোন ভূমিকা আপনি কিভাবে বিবেচনা নিয়েছেন?

৪| ১৬ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:১০

রাসেল বলেছেন: আপনি কি বলতে চান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাসনামলে বাংলাদেশ সুচারুভাবে চলছিল? অথবা তিনি যথাযথ ভাবে বেশিরভাগ সমস্যার সমাধান করেছেন। যদি হ্যাঁ হয়, আমার কিছু বলার নেই। এবং আপনি তাঁর সময়কালের সবকিছুর জন্য সন্তুষ্ট থাকা উচিত। আমার মনে হয়, সেই সময়ের সাথে আজকের দিনের খুব বেশি পার্থক্য নেই।আবার, আমি বাংলাদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ।

৫| ১৬ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: যে দষ্কর্ম কেউ করেনি একদল পথভ্রষ্ট সেনাসদস্য সেটা করে জাতীকে কলংকীত করেছে।

১৬ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৩২

নব ভাস্কর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ১৬ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৩৮

কোডার বলেছেন: আজকের এই দিনে জাতির সূর্যসন্তান মেজর ডালিম তোমায় মনে পড়ে

৭| ১৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:১৭

রানার ব্লগ বলেছেন: শেখ মুজিব পরবর্তিতে বাংলাদেশে কোন নেতাই আসে নাই যারা তার বিন্দু মাত্র সমতুল্যতার যোগ্যতা রাখে । আর বর্তমানের সরকারি বা বিরধী সবার রাজনৈতিক মতাদার্শ হলো খাও দাও ফুর্তি করো । এই যে বিএনপি চ্যাচাচ্ছে দেশের মঙ্গলের জন্য ? বা ফখরুল সাহেব মাঝে মধ্যে গাধার হুংকার ছাড়ছে দেশের মানুষের জন্য ?

এটা রাজনীতি না । এদের দিয়ে দেশ এবং জাতি নিরাপদ না ।

১৬ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:২৭

নব ভাস্কর বলেছেন: জ্বী, ঠিক বলেছেন। আমাদের দেশে দিল্লি, মস্কো, ওয়াশিংটন, ইসলামাবাদ, বেইজিং, লন্ডন, প্যারিস, বার্লিন, তেল আবিব সহ বিভিন্ন স্থানের দালাল রয়েছে। সংকট শুধু ঢাকার জন্য দালালী করা মানুষের। এ অবস্থার পরিবর্তন দরকার।

৮| ১৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: শোক দিবসে আসল কষ্ট টা শুধু শেখ হাসিনার। বাকি সবাই লোক দেখানো শোক দিবস পালন করে।

১৬ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:১৬

নব ভাস্কর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.