নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবীকা নির্বাহ করি আর সময় পেলে শব্দ নিয়ে খেলি। অন্তরের লালিত বাক্য \"জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।\"

নব ভাস্কর

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।

নব ভাস্কর › বিস্তারিত পোস্টঃ

কূলহারা

০৫ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:১২

যে ঘরের দীপ নিভল হাওয়ায়
উড়ে গেল ঘরের চালা,
কেউ কি জানে কেউ কি বোঝে
তার কী জ্বালা তার কী জ্বালা?

শূন্য ভিটায় যে উঠালো ঘর
সে-ই আবার ভাঙলো অভিমানে,
কূলহারা যে পেয়েছিল কূল
দারুণ ভুলে ভাসলো প্রবল বানে।

এখন শুধু আকাশ পানে চেয়ে
সাজানো সে ঘরের কথা ভাবা,
ছিল যে তা মরুদ্যানের মতো
সবটা মরু করল ঝড়ের থাবা।
ছবি সূত্রঃ ইন্টারনেট।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:৫১

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

০৫ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:১০

নব ভাস্কর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ০৫ ই এপ্রিল, ২০২৫ দুপুর ২:২৩

এইচ এন নার্গিস বলেছেন: চমৎকার কবিতা।

০৫ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:১২

নব ভাস্কর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.