![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।
এখন শুধু নিবিড় আঁধার চারপাশে
দিক দেখানো তারাও নাই দূর আকাশে।
দূরে কোথাও শব্দ শুনি বজ্রপাতের
আর কখনো শেষ হবে না এমন রাতের।
চলতে গেলে পিছলে পড়ি নর্দমাতে
শক্ত কিছু আঁকড়ে ধরি পাই না হাতে।
কেউ শোনে না আওয়াজ বুকের গগনফাঁটা
এ দুর্দিনে সবার ঘরই দরজা আঁটা।
ক্ষণপ্রভা কেন তুমি কারণ হলে সর্বনাশের
বেঁচে থাকার স্বপ্ন হলো ঘর যে তাসের।
ছবি সূত্রঃ ইন্টারনেট।
২| ২৭ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৪৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
৩| ২৮ শে জুলাই, ২০২৫ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০২৫ রাত ২:২৮
সুলাইমান হোসেন বলেছেন: অন্ধকারের মাঝে একদিন ফুটবে আলো,
চারদিকে ছড়িয়ে পড়বে শুধু ভালো।
সেই আশাতে প্রহর গুনছি আমরা সবাই,
কিন্তু কবে পাবো আলো—তা জানা নাই।
আমরা যদি বদলে যাই—ভালো হয়ে যাই,
তবেই ফিরে আসবে আলো এ ধরায়।
আলোর বন্যায় ডুবে যাবো প্রাণভরে,
ভাই-ভাই হয়ে থাকব সবাই মিলেমিশে