নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন অতি সাধারণ মানুষ...একটু লিখতে ভালোবাসি...এই যা...ব্লগে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক...তবে সা হো স এটাই আমার পুরো নামের সংক্ষেপ। \n\nসবার ব্লগিং হোক সুন্দর ও আনন্দময়।

গুরুর শিষ্য

একজন অতি সাধারণ মানুষ

গুরুর শিষ্য › বিস্তারিত পোস্টঃ

পরিবর্তন আনতে পারেন রাজনীতিকরাই...

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৩



আমরা যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না রাজনীতির প্রতি তাদের সবারই একটা ঘৃণা কাজ করে। এ ঘৃণা অযৌক্তিক নয়। তবে এও মানতে হবে রাজনীতিবিদরাই কেবল সমাজ পরিবর্তনের যোগ্যতা রাখেন। আমরা যতই ‘সাধু’ বা ‘সৎ’ নাগরিক হই না কেন। সমাজের সব ঝামেলা থেকে দূরে থাকতে চাওয়ার কারণেই পরিবর্তন আমাদের দ্বারা সম্ভব না...তাই যদি দেশের পরিবর্তন আনতে হয় তাহলে রাজনীতিকদের নীতির চর্চা করতেই হবে।

যেটা তাদের জন্য নিতান্তই অসম্ভব। কারণ স্বাধীনতার পর এমন কোনো রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠেনি যাতে একটা রাজনৈতিক দলের কর্মী অহিংস থাকতে পারে।

ক্ষমতায় গেলে ছলে বলে কৌশলে বিরোধীদের দমন সংস্কৃতি আমাদের ভালো থাকতে দেয়নি। তাই যে ক্ষমতায় তার ‘দায়িত্ব’ হয়ে যায়- দমন আর নিপীড়ন...

বিরোধীরাও নীরবে সয়ে যায় আর অপেক্ষা করে পালাবদলের...সুযোগ যখন এসে যায় তখন নিজে যা পেয়েছে সুদে-আসলে তা ফেরত দেয়ার চেষ্টা করে...এভাবেই আবহমান ধরে চলছে...এবং চলবে।

যতক্ষণ আঁশ (ক্ষমতা) ততক্ষণ শ্বাস! একজন নিরীহ পাড়াগাঁয়ের রাজনীতি সচেতন ব্যক্তির পক্ষেও অহিংস থাকা সম্ভব হয় না...

ক্ষমতায় থাকাকালে মুখে শতবার বলবে হিংসা ভালো না...আন্দোলনের নামে সহিংসতা ভালো না...আবার ক্ষমতা গেলে নিজেই পথে নামবে...

মিডিয়াগুলো ক্ষমতাহীনদের কর্মসূচিকে আগেরদিন বলবে দুর্বল/নিরস...তাদের প্রভাবে যখন পরের দিন সহিংসতা হবে তখন তারই হায় হায় করবে... উসকানির সংস্কৃতিও চলছে দীর্ঘদিন আর চলবেও...

তাই কোনো ভালো মানুষের পক্ষেও ভালো থাকা সম্ভব হয় না...নীতিবানও নীতি পকেটে পুরে ফেলতে বাধ্য হয়...

সকল শ্রেণি পেশার মানুষকে হতে হয় জিম্মি...কোনো উপায় নেই...আকাশ থেকে এলিয়েন এসে আমাদের সোজা করবে না...তাহলে আমাদের সোজা বানাবে কে? উত্তর সোজা পরিবর্তন আসতে হবে রাজনীতিতেই...

নতুন কোনো দল বা মানুষ নয় যারা আছে তারই পরিবর্তন আনতে পারবে যদি তারা চায় ও পরিবেশ পায়...সেই পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে পারে সাধারণ মানুষ...নেতৃত্ব অনেক বড় বিষয় এটাও যেমন সত্য যাদের নেতৃত্ব দেয়া হচ্ছে তারা যদি পরিবর্তিত হয়ে যায় তবেই পরিবর্তন সম্ভব...শাসিতদের গুণই শাসককে প্রভাবিত করে...৫০ টাকায় বা একটা বিড়িতে যারা ভোট বিক্রি করে তাদের নেতা কেমন হবে...???

আমি ছোট মানুষ ছোট একটা উদাহরণ দেই- জন্মের পর থেকেই ব্যাচেলর। প্রায় একযুগ ব্যাচেলর মেসে আছি। এতেই শিক্ষা কম হয়নি। সাম্প্রতিক একটি শিক্ষা হলো- আমার সদ্য বিদায়ী ব্যাচেলর ফ্ল্যাটের বুয়া চলে গেছে, বেচারি ছিলেন চরম অপরিচ্ছন্ন ছিলেন- তার ফলে আমরাও অপরিচ্ছন্ন থাকতাম কিচেন অপরিচ্ছন্ন রাখতাম। এখন নতুন বুয়া এত বেশি পরিষ্কার যে, ঝকঝকে কিচেনে সামান্য ময়লা ফেলতে আমাদেরই লজ্জা করে...তো আমাদের পরিবর্তন করলো কে...শাসক না শাসিত???

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫০

আরণ্যক রাখাল বলেছেন: রাজনীতি বিমুখকতাই আমাদের ডোবাল

০৮ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৪২

গুরুর শিষ্য বলেছেন: ঠিকই বলেছেন...

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৯

প্রামানিক বলেছেন: ক্ষমতায় থাকাকালে মুখে শতবার বলবে হিংসা ভালো না...আন্দোলনের নামে সহিংসতা ভালো না...আবার ক্ষমতা গেলে নিজেই পথে নামবে...

সাম্প্রতিক একটি শিক্ষা হলো- আমার সদ্য বিদায়ী ব্যাচেলর ফ্ল্যাটের বুয়া চলে গেছে, বেচারি ছিলেন চরম অপরিচ্ছন্ন ছিলেন- তার ফলে আমরাও অপরিচ্ছন্ন থাকতাম কিচেন অপরিচ্ছন্ন রাখতাম। এখন নতুন বুয়া এত বেশি পরিষ্কার যে, ঝকঝকে কিচেনে সামান্য ময়লা ফেলতে আমাদেরই লজ্জা করে...তো আমাদের পরিবর্তন করলো কে...শাসক না শাসিত???


রাজনীতিতে যারা আছেন তাদেরও এই রকম পরিষ্কার পরিচ্ছন্ন বুয়া হওয়া দরকার।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৪২

গুরুর শিষ্য বলেছেন: ধন্যবাদ সহমতের জন্য...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.