নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিরোনামহীন-১
আবার আমি ফুল ফুটালাম
সবুজ ঘাসে বিছিয়ে দিলাম
আমার যত কষ্ট,
বৈশাখী রোদ উষ্ণতা দেয়
জীবন্ত ফুল পাতা ছায়া,
অচেনা পথ একলা আমি
চলবে জীবন এমনি অনন্ত।
শিরোনামহীন-২
তুমিই কী নিকোটিন
এস্টেতে জমা ছাই,
ধোয়ায় ধোয়ায় জমাই
আর কষ্ট পুড়াই,
আধারে আকি কল্পনা
বৃষ্টিতে ভিজে যন্ত্রনার রাত,
দুটো লাইন ঘুরছে মাথায়
নীরব মুঠোফোন-ব্যবধান,
বড্ড অভিমান।
থাক না –সব পড়ে থাক
হ্যালো, শুনো দুটো লাইন
ভেসে যাক অবহলা
চোখের জলধারায়
আমরা দুজন গভীরে হারাই
চলো - কুড়িয়ে ভালোবাসা……।
২৮-০৪-২০১৬পটিয়া-চট্টগ্রাম
২| ২০ শে জুন, ২০১৬ বিকাল ৪:৫৮
একনীল বনসাই বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১| ২০ শে জুন, ২০১৬ দুপুর ২:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসাধারণ। ভাল লাগল কবিতা
আজকে অনেক সুন্দর সুন্দর কবিতা পড়তেছি ব্লগে