![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তরাষ্ট : ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, রাষ্ট্রধর্ম মামলাটি বাতিল হয়ে যাওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। রাষ্ট্রধর্ম নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আপীল করা হবে। ২৮ বছর আগে আমরাই মামলাটি করেছিলাম, কিন্তু একটি খোড়া যুক্তি দিয়ে সেটি বাতিল করা হয়েছে।
সংখ্যালঘুদের বিষয়ে শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। তিনি সখ্যালঘুদের সুরক্ষায় তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাব তিনটি হচ্ছে (১) সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন (২) ন্যাশনাল মাইনরিটি কমিশন গঠন এবং (৩) পৃথক সংখ্যালঘু মন্ত্রনালয় প্রতিষ্ঠা ।
শাহরিয়ার কবির বলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষায় সরকারকে এসব প্রস্তাব বিবেচনা করতে হবে, । গতমাসে সংখ্যালঘুদের জন্যে আমরা এই ৩টি সুনির্দিষ্ট দাবী উত্থাপন করেছি এবং এনিয়ে আইনমন্ত্রীর সাথে বৈঠক করেছি। আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে এ ব্যাপারে কথা বলেছেন।
শাহরিয়ার কবির বলেন, প্রচলিত আইনে সকল অপরাধীর বিচার করা যাচ্ছেনা, তাই সংখ্যালঘু সুরক্ষা আইন চাই। ১৪ দলের কমিশন দিয়ে কাজ হবেনা, জাতীয় সংখ্যালঘু কমিশন দিতে হবে। পার্বত্য চট্টগ্রামের জন্যে পৃথক মন্ত্রনালয় থাকলে ১০% সংখ্যালঘুর জন্যে মন্ত্রনালয় থাকবে না কেন?
৩টি মহাদেশ ও ৯টি দেশের সংখ্যালঘুরা এইটেলি কনফারেন্সে অংশ নেন। এই টেলি কনফারেন্সে উপস্থিত ছিলেন, ইউরোপিয় ঐক্য পরিষদ, সুইডেনের সভাপতি তরুণ চৌধুরী, সুইডেন হিন্দু ফোরামের সভাপতি চিত্রা পাল ,বাংলাদেশ মাইনরিটি ফোরাম, জেনেভার সভাপতি অরুন বড়ুয়া,
ফ্রান্স ঐক্য পরিষদের সভাপতি স্বদেশ বড়ুয়া, ইউরোপিয় ঐক্য পরিষদের সভাপতি উদয়ন বড়ুয়া, ডা: লন্ডন ঐক্য পরিষদের চিত্ত দাস, তরুণ চক্রবর্তী, সিঙ্গাপুরের তাপস নন্দী, কোলকাতার ড: মোহিত রায়, কানাডা ঐক্য পরিষদের দিলীপ কর্মকার, বাংলাদেশ মাইনরিটি রাইটস এলায়েন্সের অরুণ দত্ত, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদের সুশীল সাহা, ও নিউইয়র্কের বাংলাদেশ মাইনরিটি রাইটস ম্যুভ্মেন্ট এর শিতাংশু গুহ, ক্যালগিরি থেকে রুমা মোদক। (collected)
©somewhere in net ltd.