নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বীরত্বের সাথে বাঁচতে হবে।

নিশাচর ।

নিশাচর । › বিস্তারিত পোস্টঃ

\'মুসলিম\' শব্দটির ব্যাবহারে প্রায় সকলেই উদার।

১১ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:৫২

সাম্প্রতিক কালের 'মুসলিম উম্মাহ' অর্থ্যাৎ বৈশ্বিক মুসলিম সমগ্রকে ধর্মের ভিত্তিকে এক কাতারে বেঁধে ফেলতে ইসলামিস্ট, মানে ইসলামের রাজনৈতিক কর্মীরা অতি তৎপর। তাদের সরব কণ্ঠে ও ঠুলি পড়ানো চোখে জাতি, নৃ-গোষ্ঠী, ভাষা, সংস্কৃতির বৈচিত্র বিষয়ে কোন বক্তব্য স্থান পায় না। তারা মানবজাতিকে একটাই পরিচয় দিতে চায়, মুসলিম।
এই ফাঁপড়ে
বাঙালী হয়ে যায় মুসলিম,
বালুচ হয়ে যায় মুসলিম,
কাশ্মীরি হয়ে পড়ে মুসলিম,
ব্রিটিশ হয়ে পড়ে মুসলিম,
পোলিশ হয়ে যায় মুসলিম,
আরব হয়ে যায় মুসলিম,
চেচেন হয়ে যায় মুসলিম
ফরাসী হয়ে যায় মুসলিম
নরডিক হয়ে যায় মুসলিম
প্রবল আগ্রাসনে সকল জাতি, সংস্কৃতি, ভাষা ইসলামী রাজনীতির (পড়ুন জঙ্গীবাদ) কূটচালে ধ্বংস হতে থাকে। পোড়া সেই মাটিতে সউদি/কাতারী অর্থায়নে একের পর এক মাথা তুলে দাঁড়াতে থাকে বিকট সব মসজিদ মাদ্রাসা (পড়ুন সউদি বানিজ্য মন্ত্রনালয়ের স্থানীয় দুতাবাস)।
শিক্ষাক্ষেত্রে এবং বাম ঘরানার কিছু উত্তর-আধুনিক ছিটিয়াল সউদি দুতাবাসের (পড়ুন মসজিদের) স্থানীয় কলাবরেটর (পড়ুন রাজাকার) হিসেবে স্থানীয় সংস্কৃতি ধ্বংস করতে থাকে। তাদের মুখেও অন্য সবকিছু ছাপিয়ে 'মুসলিমাত' হয়ে ওঠে আরাধ্য। সবকিছুই 'মুসলিম', আর কোন পরিচয় ছিলো না, থাকতে পারে না। হিটলারের অপপ্রচার মন্ত্রী গোয়েবলসের মতোই একই মিথ্যা এই ভ্রান্তবাম এবং ইসলামী কর্মীরা ক্রমাগত জপ করতে থাকে।
একে পশ্চিমা বিশ্বে আইডেনটিটি পলিটিক্স বা বাংলায় 'আত্মপরিচয়ের ভ্রান্ত রাজনীতি' বলা হয়।
ইসলামী ইতরামির বিরোধী মুক্তমনারা চেষ্টা করেন এই ভ্রান্ত পিচ্ছিল আলাপের পথ পরিহার করতে। সকল মুসলিম নয়, 'ইসলাম' এবং 'ইসলাম-বাদ' এর দিকে তাদের সমালোচনার তীর ছোঁড়া হয় নিয়মিত।
বর্তমান বিশ্ব এবং মানবতা ও মানববাদের নিরিখে ইসলামী ইতরামিকে সমালোচনা করতে গিয়ে মোটা দাগে মুসলিমদের দায়ী করেন না একজন বিজ্ঞ মু্ক্ত-মনা কিংবা নাস্তিক। তাদের চোখে সাধারন মুসলিম, মানে ছোটবেলা থেকেই চাপিয়ে দেয়া ইসলামী ইতরামিতে বুঁদ একজন মানুষও ইসলাম নামের সর্বগ্রাসী ভাববাদের শিকার হিসেবে পরিগনিত।
এই ভাববাদের ভেতরেই গ্রন্থিত থাকে ইসলামের সমালোচনাকারী, মানে মুক্তমনা কিংবা নাস্তিকদের ঘৃনা করবার স্থুল নির্দেশ। ইসলামী বুদ্বুদে জন্ম নেয়া ও বড় হওয়ায় জ্ঞাণের ছোঁয়া তাদের মগজে পৌঁছায় নাই, ফলে শুধুমাত্র ইসলামী সহিংস অনৈতিকতাই একজন অসহায় মুসলিম বিশ্বাস করতে বাধ্য হয়।
যদিও রাজনৈতিক শক্তির উৎস হিসেবে অজ্ঞতা-আসক্ত মুসলিম জনগোষ্ঠী ব্যাবহৃত হচ্ছে সউদি/কাতারী/মার্কিন এজেন্ট ইসলামিস্ট, ইসলামবাজদের হাতে তবুও ইসলামবাদের পরিকল্পনাকারী হিসেবে সাধারন মুসলিমদের দায়ী করা সম্ভব নয়।
সাধারন মুসলিম ইসলামিস্টদের রাজনীতি এবং গনমাধ্যমের গুটি মাত্র।
কাজেই একজন বিজ্ঞ মুক্তমনা কিংবা নাস্তিক সমালোচনার তীর ইসলামী সমস্যার গোড়া, অর্থ্যাৎ ইসলামী জঙ্গীবাদে বলীয়ান রাজনীতির দিকে তীর চালনা করে থাকেন।
এই লেখাটার মূল উদ্দেশ্য হলো আমার কিছু বন্ধু সহকর্মী প্রায়শঃই শুধুমাত্র মুসলিমদের দোষ দিয়ে তাদের প্রতি ঘৃনা পোষণ করেন। যুক্তি ও তথ্যের প্রেক্ষাপট ছাড়াই খাপছাড়া সকল মুসলিমদের দোষ দেখিয়ে তাদের সমালোচনার ফলে এমনিতেই জ্ঞাণের আলো না পাওয়া মুসলিম জনগোষ্ঠী তাদের গুরু, মানে মোল্লা, হুজুর, জাকির নায়েক, পুঁজিবাদী রাজনীতিক, ওলেমা লীগ, হেফাজত লীগের উষ্কানীতে ক্রমশঃই নতুন করে নাস্তিক বা মুক্তমনাদের প্রকৃত শত্রু বিবেচনা করতে থাকেন।
আমি আমার সহকর্মীদের আহ্বান জানাবো, মোটা দাগে মুসলিমদের দোষ দেবার আগে ব্যাখ্যা করুন আপনার লেখায়, ঠিক কি কারনে্ ও কি পরিস্থিতিতে আপনি সমালোচনা করছেন তাদের বিশ্বাসের।
মুসলিম নামে যারা পরিচিত হতে চায় বাংলাদেশে, তারা এখনো পাকি প্রজাতির মুসলিম হয়ে ওঠেন নাই। আমি বিশ্বাস করতে চাই, শেখাচিনা সহ সমাজের প্রগতিশীল যে অংশটি এখনো মুসলিম চরিত্রে আস্থা রাখছেন, তারা প্রাগৈতিহাসিক সুফী ইসলামের কোমল পরশে এখনো বুঁদ হয়েই মুসলিম বা ইসলামী পরিচয়ের বৈঠা বাইছেন।
যদি তারা সঠিক হয়ে থাকেন, এবং বাংলাদেশের মুসলিমরা ভেতরে কিছুটা মনুষ্যত্ব বাঁচিয়ে রাখছেন বলে আমরা বিশ্বাস করি, তাহলে বাঙালী মুসলমানের ভেতরের সেই মনুষ্য অংশটিকে আমাদের শ্রদ্ধা করেই কথা বলাই সঠিক বলে মনে করি।
যদি তীব্র সমালোচনা করতে হয়, তবে মুসলিম শব্দটির বদলে ইসলামিস্ট বা ইসলামবাজ কিংবা ইসলামখোর ইত্যাদি তীব্র ব্যাঙ্গাত্মক শব্দ আমাদের প্রকৃত শত্রু চিহ্নিত করতে সহায়তা করবে। আমরা, মানুষেরা যেমন ইসলামী ডাকাতের শিকার, তেমনি সাধারন মুসলিমরাও তাদের পরিবার ও সমাজে বড়ো হবার কু-বাদে, মুসলিম হয়ে গেছে। তাদের অযৌক্তিক সমালোচনার ফল আমাদের আরো একা করে দিতে পারে।
আশা করি এই কথাগুলি বলায় কেউ গোঁসা হবেন না আমার ওপর।
Collected from আরিফুর রহমান

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.