নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

NISHITHSURJO

নিশীথসূর্য

AAMI BA K R 2MI BA KAR AAMRA SOBAI SOBAR........

নিশীথসূর্য › বিস্তারিত পোস্টঃ

ডাক্তারগণ নামের আগে ''ডাঃ'' লিখেন কেন? B:-) :

১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৪

শুধু লিখেন না, অপরিচিত কারো সাথে পরিচিত হওয়ার সময় তাঁরা বলেন, আমি ডাঃ অমুক। এর কারণটা কি?



সাংবাদিক, ব্যাংকার, শিক্ষক, প্রকৌশলী, উকিল, পুলিশ ব্ল্যা ব্ল্যা ব্ল্যা--- এরা তো কেউ কখনো নিজের পরিচয় দেওয়ার সময় প্রথমেই পেশা সংক্রান্ত টাইটেল যোগ করেন না। হয়ত নিজের নাম বলেন, কি করেন, জানতে চাইলে পেশা জানান।



কিন্তু একজন ডাক্তারের সাথে যখন পরিচিত হবেন, তিনি প্রথমেই আপনাকে জানাবেন, উনি ডাঃ অমুক।



নিচে কয়েকটা উদাহরণ দিলাম, সামনাসামনি ডাক্তার বলেন, তাও মানা গেল, কিন্তু ফেসবুক একাউন্টে নামের আগে ''ডাঃ'' লিখার কারণ কি?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৯

আত্মমগ্ন আিম বলেছেন: কারন,ব্যক্তিস্বাধীনতা।।
এর উপর আর কোন কারন নাই।

২| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৭

পানকৌড়ি বলেছেন: আমারও জানতে মন চাই ।

৩| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৫

ুুপাংশুল বলেছেন: ডাঃ = ডাকাইত!!! :-B

৪| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৪

এমডি. আল-আমিন বলেছেন: একটি গল্প বলি-
এক এলাকায় একই নামে ৪জন লোক ছিল। কিন্তু তাদের পেশা ছিল ভিন্ন।
কেউ ছিল- চোর, কেউ পকেটমার, কেউ ছিনতাইকারী। কিন্তু একজন ছিল ডাক্তার।
যেহেতু নাম এক। লোকের কাছে ঐ নাম বিভ্রান্তিকর ছিল। তাই ডাক্তার সাব তার নামের আগে ডা. ব্যবহার শুরু করল।
(এটা শুধুই গল্প; বাস্তব নয়)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.