নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রচলিত প্রবাদে আছে, \'দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো\', এই পৃথিবীতে কারো কাছে আমি সেই \'দুষ্ট গরু\' ! আবার ওপর এক প্রবাদে আছে, \'নাই মামার চেয়ে কানা মামা ভালো\', কারো কাছে আ­মি সেই \'কানা মামা\' ! ফেসবুক: নিরাশ পরশ

নিরাশ পরশ

আমার চিন্তাভাবনাই আমার জগৎ আর আমার এই জগতের চিন্তাযজ্ঞে আপনার নিমন্ত্রণ

নিরাশ পরশ › বিস্তারিত পোস্টঃ

"খামবিহীন খোলা চিঠিতে আবদ্ধ কিছু অনুভূতি"

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:১২

প্রবাদে আছে, "দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো"................­...আমার লেখায়, আমি সেই 'দুষ্ট গরু' !!!
আবার ওদিকে ওপর এক প্রবাদে আছে, "নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো"...............আর আ­মি সেই 'কানা মামা' !!!

একটি মানুষের জীবনের যেকোন সময়েই যেকোন কিছু এলোমেলো হলে তা হঠাৎ করেই হয়ে যায়...। প্রকৃতি কয়েক সেকেন্ডও সময় দিবে না !
প্রচন্ড নিস্তেজ অবস্থা এখন আমার, বলা যায় মনের দিক দিয়ে একপ্রকার দোদুল্যমান অবস্থা !
তবে এই মুহূর্তে একটা সূএই আমার ভরসা, "প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে"।
কিছুদিন আগেও ভাবতাম পড়াশোনা ছেড়ে দিয়ে খারাপ (!) ছেলে হয়ে যাবো, আর এখন ভাবি পড়াশোনা করেই খারাপ ছেলে হবো! এই ক্ষেএে শান্তনা একটাই থাকবে, অন্তত সবাই আমাকে শিক্ষিত খারাপ (!) ছেলে বলবে !

বছরখানিক আগে, মসজিদে দেখতাম, মানুষ যখন দু'হাত তুলে মোনাজাত ধরত আল্লাহর কাছে, তখন আমি চশমা পড়া চোখে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতাম মোনাজাতরত মানুষগুলো দিকে আর ভাবতাম, মানুষের চাওয়ার আসলেই অন্ত নেই, সীমা নেই............সবসময়­ সবথেকে ভালো জিনিসটাই চাই,খারাপটা যেন ভুলেও আল্লাহ না দেয় !
আর আমি মোনাজাত না তুলেই তখন আল্লাহর কাছে মনে মনে চাইতাম, আমি যেটার যোগ্য সেটাই যেন পাই, ভালো-খারাপ বুঝি না..................­...

অবশেষে এখন ধীরে ধীরে এই অবস্থায় এসে বুঝতে পারছি, আমি আসলে কিসের যোগ্য !!
ইদানিং বিশেষ মুহূর্তে ভাবতেই অবাক লাগে, আমার মত এত দুরন্ত একটি ছেলের জীবনটা এভাবে বোতলে বন্দী হয়ে গেলো !
হ্যাঁ, এটা ঠিক যে সময়ের কাটাঁর সাথে সাথে সকলেরই জীবন কম বেশি বোতলে বন্দী হয়েই যায়। কিন্তু তাই বলে সময়ের চাহিদায় ঔখান থেকে যে কেউ বের হয়ে আসতে পারে না, তা কিন্তু নয় !
কিন্তু এই 'আমি' কেন জানি কোন মতেই ঐ বোতলের ছিপি খুলে বের হয়ে আসতে পারছি না........!
তাই তো ইদানিং, উওরে তাকালে মনে হয়, 'সন্ন্যাসী জীবন আমাকে ডাকছে',
দক্ষিণে তাকালে মনে হয়, 'সমুদ্রের গভীরতা আমাকে ডাকছে',
পূর্বে তাকালে মনে হয়, 'ঘন বনের সবুজ আমাকে ডাকছে',
পশ্চিমে তাকালে মনে হয়, 'মরুভুমির মরীচিকা আমাকে ডাকছে',
নীচে তাকালে মনে হয়, 'মৃওিকা আমাকে ডাকছে'.......আর উপরে ?
উপরে তাকালে মনে হয়, 'জিবরাঈল (আঃ) আমাকে ডাকছে'.........!!!!!!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:০৯

দর্শনপ্রিয়কার্তিকেয় বলেছেন: আপনার মন যেদিকে যেতে চায় সেদিকে যান সেটাই better!!!!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৭

নিরাশ পরশ বলেছেন: সব সিদ্ধান্ত বাস্তবরূপে নিয়ে যাওয়ার মত মনে হলেও যে, শেষঅব্দিতে কি যেন সব অদ্ভুদ কারনে আবারো সব উলোটপালোট হয়ে যায়..!

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১০

রাশেদ রাহাত বলেছেন: ভাই আসুন দুই ভাই মিলে কপালে কপাল চাপড়াই।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৯

নিরাশ পরশ বলেছেন: হা-হা-হা-হা..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.