নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রচলিত প্রবাদে আছে, \'দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো\', এই পৃথিবীতে কারো কাছে আমি সেই \'দুষ্ট গরু\' ! আবার ওপর এক প্রবাদে আছে, \'নাই মামার চেয়ে কানা মামা ভালো\', কারো কাছে আ­মি সেই \'কানা মামা\' ! ফেসবুক: নিরাশ পরশ

নিরাশ পরশ

আমার চিন্তাভাবনাই আমার জগৎ আর আমার এই জগতের চিন্তাযজ্ঞে আপনার নিমন্ত্রণ

নিরাশ পরশ › বিস্তারিত পোস্টঃ

"কষ্টেরও উর্ধ্ধে জীবনের কিছু মুহূর্ত "

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩০

প্রভুর দুয়াঁরে মাথানত সেদিনও করেছিলাম, সেদিনও মনটা আমার ভারাক্রান্ত ছিল। সেদিনও তুমি চোখে জল নিয়ে আমার সামনে দাড়িঁয়েছিলে।

আমি কিছুই বলতে পারছিলাম না..............।
কিছু বলার মত কথা যে স্থির হয়ে তৈরিই করতে পারছিলাম না মন থেকে ! তুমি নিশ্চিতভাবে আমাকে ছেড়েঁ চলে যেতে চাও, সেই বার্তা দিতে এসেছো আমার কাছে আর আমি তা শুনে কিভাবে মন স্থির রাখতে পারি, বলো ??????

সবকিছুই তখন কেমন জানি মলীন লাগছিল......।
তুমি একেবারে চলে যেতে এসেছো আমাকে ছেড়েঁ আর আমি দাড়িঁয়ে দাড়িঁয়ে ভাবছি, কি করবো পরের নীথর একা মুহূর্তগুলোতে ? কিভাবে নিজেই নিজেকে বোকা বানিয়ে সময়ের সাথে প্রতিযোগিতা দিয়ে কথাগুলো বুঝিয়ে রাখবো ? দেহের ভিতরের মনটা যে এখনো রোবট হয়ে যায় নাইরে পাগলী আমার...........!!!

খুব তাড়াতাড়ি বোধদয় সন্ধ্যে হয়ে আসছিলো সেদিন,

তোমারও যাবার সময় হলো................................।

আর পারলাম না চুপ করে থাকতে, তোমার হাতটি ধরে লুটিঁয়ে পড়ে ফেরত চাইলাম তোমাকে, আর তুমি তখন আমার কোলে লুটিঁয়ে পড়ে আমাকেই মুক্তি দিয়ে গেলে....!!
চিৎকার করে কেঁদেছি, হাউ মাউ করে কেদেঁ কেদেঁ তোমাকে ডেকেছি, কতবার যে মাফ চেয়েছি তোমার নীথর মুখপানে চেয়ে......আমার কোন কথাই আর সেদিন শোননি আর আমাকেও কিছু শোনাওনি !
চোখের জল হাতের তালু দিয়ে মুছতে মুছতে তোমার নীথর মুখপানে চেয়ে থেকেছি। তুমি সেদিন আর নিশ্বাসও নিলে না, আমায় সুযোগও দিলে না.........!
প্রচন্ড ভালোবেসেছিরে পাগলীটা আমার.........................

আমি জানি, আমায় ছেড়ে তুমি মন থেকে কখনোই যেতে চাওনি, তবে আজ আমায় এমন ভাবে কেন কাদঁতে বাধ্য করলে তুমি ?????
কোথায় তুমি আজ ? আমার থেকে না হয় ক্ষানিকটা দেহের দূরত্বেই থাকতে কিন্তু মনের কাছেই তো থাকতে......।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৭

জনৈক অচম ভুত বলেছেন: মর্মান্তিক। কেউ কি আর যেতে চায়? তবুও সবাইকেই চলে যেতে হয়... :(

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২

নিরাশ পরশ বলেছেন: :(

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৬

রিপি বলেছেন: যে যাবার সে যাবেই... :(

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

নিরাশ পরশ বলেছেন: :(

৩| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৮:৪৮

বিজন রয় বলেছেন: আপনার লেখা অত্যন্ত সাবলিল।
++++++

০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:২২

নিরাশ পরশ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.