নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রচলিত প্রবাদে আছে, \'দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো\', এই পৃথিবীতে কারো কাছে আমি সেই \'দুষ্ট গরু\' ! আবার ওপর এক প্রবাদে আছে, \'নাই মামার চেয়ে কানা মামা ভালো\', কারো কাছে আ­মি সেই \'কানা মামা\' ! ফেসবুক: নিরাশ পরশ

নিরাশ পরশ

আমার চিন্তাভাবনাই আমার জগৎ আর আমার এই জগতের চিন্তাযজ্ঞে আপনার নিমন্ত্রণ

নিরাশ পরশ › বিস্তারিত পোস্টঃ

"অজানাই রয়ে যাবো...."

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:১৮



আমি কিন্তু সত্যি বলছি,
আমি হাসতে আসিনি, তবুও তোমাদের হাসিয়েই যাবো.....
আমি কিছু পেতেও আসি নি, তাই কথাদিলাম শেষমেশ সবই দিয়েও অজানাই রয়ে যাবো.....!

আমি নুনের ব্যাপারী নই, তবু তোমাদের মনে পরিমানমত নুন দিয়ে দিবো;
আমি কোন সৌন্দর্যের প্রতীক নই, তবুও সৌন্দর্য দিয়ে জীবন রাঙ্গিয়ে দিবো;
আমার নিয়ন্ত্রনে কোন সুখের পরশ নেই, তবুও সুখের মন্ত্র আমিই শিখিয়ে দিবো.......।

আমি কিন্তু সত্যি বলছি.....................

আমি কোন সবুজের সমারোহ নই, তবুও পদ জমিনে সবুজ বিলিয়ে দিবো;
আমি কোন বৈশাখ নই, তবু বৈশাখের আমেজ দেখে নিও আমিই ছড়াঁবো;
আমার কোন সিংহাসনওয়ালা রাজ্য নেই, তবুও ভালোবাসার শাসনের শাসক হবো......।

আমি কিন্তু সত্যি বলছি....................

আমি কোন ইতিহাসের সাক্ষী নই, তবুও তোমাদের ইতিহাসের লাগাম আগলে রবো;
আমি কোন কারুশিল্পী নই, তবুও তোমাদের স্বপ্নের নগর আমিই গড়েঁ দিবো;
আমার কাছে কোন জলের উৎস নেই, তবুও তোমাদের তৃর্ষ্ণা নিবাড়ঁনে জলাধার আমিই হয়ে যাবো.....।

আমি কিন্তু সত্যি বলছি.....................

আমি কখনো কোন কর্মে হীতু রইনি, তবুও তোমাদের সকল সৎকর্মে সহকর্মী হয়ে যাবো;
আমি কখনো ফুলের সৌরভের মায়ায় থাকিনি, তবুও তোমাদের হৃদয়ের ফুলের মালি হয়ে রবো;
আমার কন্ঠস্বরে কোন নবধ্বনির প্রকাশনা নেই, তবুও তোমাদের সকল কন্ঠে ধ্বনিত হবো......।


আমি কিন্তু সত্যি বলছি,
আমি হাসতে আসিনি, তবুও তোমাদের হাসিয়েই যাবো....
আমি কিছু পেতেও আসি নি, তাই কথাদিলাম শেষমেশ সবই দিয়েও অজানাই রয়ে যাবো.....!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৩২

ফেরদৌসা রুহী বলেছেন: অজানা থেকে এত কিছু করার যাবার ইচ্ছে ভালো লেগেছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:২৪

নিরাশ পরশ বলেছেন: ধন্যবাদ।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৪

আব্দুল্লাহ তুহিন বলেছেন: আমি নুনের ব্যাপারী নই, তবু তোমাদের মনে পরিমানমত নুন দিয়ে দিবো;
আমি কোন সৌন্দর্যের প্রতীক নই, তবুও সৌন্দর্য দিয়ে জীবন রাঙ্গিয়ে দিবো;
আমার নিয়ন্ত্রনে কোন সুখের পরশ নেই, তবুও সুখের মন্ত্র আমিই শিখিয়ে দিবো.......

ভালো লাগা রেখে গেলাম, ভ্রাতা
চমৎকার।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৮

নিরাশ পরশ বলেছেন: অসংখ্য ধন্যবাদ...

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:



সুন্দর তবে মাঝে মাঝে একই স্তবকের পুনরাবৃত্তি ভাল লাগছেনা।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৪

নিরাশ পরশ বলেছেন: হমম, আমি খেয়াল রাখবো। দেরীতে হলেও নতুন করে যখন এসেছি এখানে, ধীরে ধীরে ভুল সংশোধন করে নিবো।
মজার ব্যাপারটা হলো, এই কবিতাটি একটানেই এইখানেই বসেই হঠাৎ করে লিখে ফেলা।

৪| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৮:৪৭

বিজন রয় বলেছেন: সুন্দর কবিতা পড়লাম।
+++++

০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:১৭

নিরাশ পরশ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.