নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রচলিত প্রবাদে আছে, \'দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো\', এই পৃথিবীতে কারো কাছে আমি সেই \'দুষ্ট গরু\' ! আবার ওপর এক প্রবাদে আছে, \'নাই মামার চেয়ে কানা মামা ভালো\', কারো কাছে আ­মি সেই \'কানা মামা\' ! ফেসবুক: নিরাশ পরশ

নিরাশ পরশ

আমার চিন্তাভাবনাই আমার জগৎ আর আমার এই জগতের চিন্তাযজ্ঞে আপনার নিমন্ত্রণ

নিরাশ পরশ › বিস্তারিত পোস্টঃ

"একটুখানি আলোচনা.....কোন সমালোচনা নয়"

১০ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪১



বিধাতার ভালোবাসার মাপকাঠির কাছে নারী-পুরুষ নেই.....সবাই সমান ।
সমান নয়, শুধুমাএ এ পৃথিবীর নারী-পুরুষেরা নিজেরা নিজেদের কাছেই......!
কোন নারী নিজেকে 'নারী' ভেবে গর্ব বোধ করে, আবার কোন নারী নিজেকে 'নারী' ভেবে চরম হীনমন্যতার বিশ্রীরকমের কষ্টে ভোগে, যতই সুখেই থাকুক না কেন...! এতে কিন্তু সেইসকল নারীজাতিরা নিজ নারীজাতিরই অসম্মান করে । এটা নারী জাতির একটি বৈশিষ্ট্য । [নিঃসন্দেহে, ব্যতিক্রম তো অবশ্যই আছে এবং ব্যতিক্রমের সংখ্যাও অবশ্য এই পৃথিবীতে বেশি, এটিও একধরনের শুভ সংবাদ ]

কিন্তু কোন পুরুষ কখনোই ঔ ধরনের কষ্টে ভোগে না নিজেকে 'পুরুষ' ভেবে, যতই কষ্টে থাকুক না কেন, বিধাতা যতই তাকে নিকৃষ্ট অসহায় অবস্থানে রাখুক না কেন...!
না, আমি নারী-পুরুষের তুলনা তুলে ধরছি না, শুধুমাএ একটুখানি নারী-পুরুষের মনের অবস্থানের কোন এক অদ্ভুদ অংশ নিয়ে বলছি ।

এখন আসল কথা হলো, যেসকল নারীরা নিজেদেরকে নারী ভেবেই কষ্ট পায়, সেইসকল নারীর মন মানসিকতা কোন পর্যায়ে থাকতে পারে তা হয়ত আমার জানা নেই, কিন্তু কতটা অসুস্থ মনের হতে পারে তাদের মনমানসিকতা, সেই ব্যাপারে আমি মোটেও দ্বিধাগ্রস্থ নই.....।

ওহে নারীগন, অবশ্যই জেনে রাখা উচিৎ যে, নারী হয়ে জন্মানোর মত সওয়াব আর সৌভাগ্য আর কোন কিছুতে নেই (সুবাহানআল্লাহ) । ইসলাম কি তাই বলে না ??? অবশ্যই, ইসলামে ইহাই সত্য। সুতরাং, এই সওয়াব এবং সৌভাগ্য অটুট রাখার দায়িত্বও কিন্তু নারীর নিজের হাতেই.............

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৫

বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
++++

১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১১

নিরাশ পরশ বলেছেন: ধন্যবাদ ।

২| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৭

জাহিদ হাসান মিঠু বলেছেন:
সহমত।

৩| ১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪১

কল্লোল পথিক বলেছেন:





চমৎকার লিখেছেন।

১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১১

নিরাশ পরশ বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.