![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার চিন্তাভাবনাই আমার জগৎ আর আমার এই জগতের চিন্তাযজ্ঞে আপনার নিমন্ত্রণ
একটু একটু করে আমি শিখেছি, সময়কে জেনেছি, যতটা আমার সাধ্যে রয়েছে সবকিছুতেই তার চেয়ে বেশিই পদচারনা করেছি ।
আমার সাধ্যে রয়েছে রাতের সীমাহীন কালচে নীল আকাশের ধূসর কালো মেঘমালা দেখার, রাতের ঝুমঝুম বৃষ্টি এক দৃষ্টিতে অবলোকন করার, নিশ্চুপ অন্ধকারের মাঝে নীরবে দাড়িয়েঁ থাকার.............................
কিন্তু আমি তো চাইলেই ধূসর কালো মেঘমালা, ঝুমঝুম বৃষ্টি, নিশ্চুপ অন্ধকার উৎপন্ন করতে পারবো না, আমার সকল ইচ্ছা অনিচ্ছা তো সেই জন্মকাল থেকেই বন্দী ।
একজন মানুষকে যদি ঘুটঘুটে অন্ধকার একটি গুহার ভিতর ইচ্ছার বিরুদ্ধে বন্দী করে রাখা হয় আর সেই অন্ধকার গুহার চারিদিক যদি মৃত্তিকার বদলে থাকে অথৈ জল, তখন ঔ বন্দী মানুষের মনের অবস্থাটা কেমন হবে তা কোনভাবেই বোঝা সম্ভব নয় । কিন্তু কেন জানি মনে হয়, এই বিশাল প্রকৃতির মাঝে আমি এমনই ভাবে বন্দী.............!
কেউ যদি আমাকে প্রশ্ন করে, রাত নাকি দিন ভালো লাগে....?
আমি বলবো, রাত । এরমানে এই নয় যে, আমি রাতের ঝকঝকে তাঁরাগুলোকে ভালো লাগার কথা বলছি, রাতের জোনাঁকীর গায়ে আলো নিয়ে ছোটাছুটির কথা বলছি, রাতের আকাশে নির্বোধের মত ঝুলে থাকা চাদেঁর কথা বলছি...!
আমার শুধু রাতকেই ভালো লাগে, রাতের উপকরণসমূহকে নয়..............!
রাতের অন্ধকারের মাঝে আমি যখন একা হেটেঁ এসে দাড়াঁই, রাত বুঝি তখন আমায় গ্রাস করে তার কাল্পনিক পেটে নিয়ে গিয়ে দাড়ঁ করিয়ে রেখেছে.....!
আমার জীবনের শীর্ষভাগ স্বপ্ন আমি জেঁগে জেঁগে রাতের অন্ধকারের মাঝে জন্ম দিয়েছি । তাই আজ আমি পুরুষ হয়েও রাতের স্বপ্নের মা হয়ে দাড়িঁয়েছি ! চারিদিক তাকিয়ে আমি এমনটাই অনুভব করি........!
আমার স্বপ্নের পরিমান আজ এত বেশি হয়ে দাড়িঁয়েছে যে, আগামীতে আমাকে স্বপ্ন ফেরী শুরু করতে হতে পারে..............!
১৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:২০
নিরাশ পরশ বলেছেন: ধন্যবাদ......।
২| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৯
মোস্তফা সোহেল বলেছেন: খুব ভাল লাগল । ধন্যবাদ
১৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:২০
নিরাশ পরশ বলেছেন: ধন্যবাদ........।
৩| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:২২
উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগলো।
১৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:২১
নিরাশ পরশ বলেছেন: ধন্যবাদ............।
৪| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৬
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: পড়ে মুগ্ধ হলাম শুদ্ধ হলাম ভালবাসা রেখে গেলাম।
১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৭
নিরাশ পরশ বলেছেন: অসংখ্য ধন্যবাদ.................।
৫| ১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১২
আবু জাকারিয়া বলেছেন: খুব সুন্দর
১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৭
নিরাশ পরশ বলেছেন: অসংখ্য ধন্যবাদ.................।
৬| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৫
নাসিম আহমদ লস্কর বলেছেন: বেশ ভালো লাগল ৷
১৯ শে মার্চ, ২০১৬ রাত ১:১৩
নিরাশ পরশ বলেছেন: অসংখ্য ধন্যবাদ....
৭| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: লেখার প্রতিটি শব্দমালা- প্রতিটি বাক্য আমার কাছে অসাধারন লেগেছে --- এত সুন্দর করে কীভাবে লিখলেন কবি !!!!!! শুভকামনা রইল
১৯ শে মার্চ, ২০১৬ রাত ১:১৪
নিরাশ পরশ বলেছেন: অসংখ্য ধন্যবাদ............
৮| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৯
মায়াবী রূপকথা বলেছেন: খুব সুন্দর লেখা ভাইয়া। ভাল লেগেছে
১৯ শে মার্চ, ২০১৬ রাত ১:১৫
নিরাশ পরশ বলেছেন: অসংখ্য ধন্যবাদ.......
৯| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫২
আকদেনিজ বলেছেন: যান্ত্রিকতার ভীরে আজকাল রাতকে বা রাতের আকাশকে আর উপভোগ করতে পারি না।
আপনার লেখাটা ভাল লাগল।
১৯ শে মার্চ, ২০১৬ রাত ১:১৮
নিরাশ পরশ বলেছেন: হমম....কথাটি নেহাত খারাপ বলেননি। প্রকৃত বাস্তবতার কথাই বলেছেন।
ধন্যবাদ রইল......।
১০| ১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
সুদীপ্তা মাহজাবীন বলেছেন: অনেক ভাল লিখেছেন । শুভেচ্ছা ।
১৯ শে মার্চ, ২০১৬ রাত ১:১৯
নিরাশ পরশ বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ.........।
১১| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ২:০৬
রিপি বলেছেন: বাহ। চমৎকার লিখেছেন। কথা গুলি অনেক ভালো লেগেছে।
১৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৭
নিরাশ পরশ বলেছেন: অসংখ্য ধন্যবাদ............।
১২| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ২:১৭
সচেতনহ্যাপী বলেছেন: একসময় রাতটাই ছিল প্রিয়।। গভীর রাতে একা পথচলাতেই ছিল আনন্দ।। আর বৃষ্টি-ঝড় সেই আনন্দকে বাড়িয়ে দিতো দ্বিগুন।।
১৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:০২
নিরাশ পরশ বলেছেন: আবারো যেন সেই গভীর রাতটাই প্রিয় হয়ে ওঠে, সেই কামনায় রইলাম.................ধন্যবাদ ।
১৩| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ২:২৭
সাগর মাঝি বলেছেন: আমি জানিনা লেখক কোন পরিস্থিতির উপরে দাঁড়িয়ে পোষ্টটা লিখেছেন।
হয়তো বা লেখক কঠিন সময় পার করছেন।
তাই, বাহঃ...চমৎকার লিখবোনা।
কারণ আমি চাইনা আমার মন্তব্য লেখকের মনে কোন আঘাত তৈরি করুক।
তবে সত্যি কথা হলো লেখাটা মনে দাগ কেটে যাওয়ার মত।
১৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৫
নিরাশ পরশ বলেছেন: এখানেই আমার লিখনের সার্থকতা প্রকাশিত হয়ে গেল................. অসংখ্য ধন্যবাদ ।
১৪| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৪১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অসম্ভব ভাল লাগা ।
প্রতিটি লাইন, শব্দই ভাল লেগেছে।
২০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৯
নিরাশ পরশ বলেছেন: অসংখ্য ধন্যবাদ রইল....................।
১৫| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১:৩০
মহা সমন্বয় বলেছেন: আমারও রাত ভাল লাগে।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৩
বিজন রয় বলেছেন: কি দারুন লেখা!!
++++