![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার চিন্তাভাবনাই আমার জগৎ আর আমার এই জগতের চিন্তাযজ্ঞে আপনার নিমন্ত্রণ
ঘোলাটেঁ গোলাপজলে পা ভিজিঁয়ে ছিলে তুমি,
কালোমেঘের কালোবনে নিষ্ঠুর সুরে জড়িঁয়ে আমি;
একাকিত্বের মাঝে ডেকেই চলছি-
আজ কোথায় গেলে তুমি..............?
তৃষ্ণার্ত গম্ভীর প্রকৃতির সহায়ক ছিলে তুমি,
সর্পজাত ঘুরেফিরে চারিদিক মাঝখানে আমি;
ভয়ার্ত অসহায় দু'নয়নে চেয়েই আছি-
কোথায় গেলে তুমি..............?
কালো বিলীন হয়ে সাদা হতে চললো তবুও নেই তুমি,
ভোরের কুয়াশায় ভিজে কঙ্কালসার তোমার স্পর্শ ছাড়া আমি;
এখনো অপেক্ষার প্রহর গুনেই যাচ্ছি-
কোথায় গেলে তুমি..............?
মনে পরেছে আজ সেই ছোট্ট বেলায় তুমি,
কাশঁফুলের জন্যে বায়না ধরতে কবে এনে দিবো আমি;
আজ প্রচন্ড ভীরুমন নিয়ে কাশঁফুলের মাঝে দাড়িঁয়ে আছি-
কোথায় গেলে তুমি..............?
চারিদিকে আজ সবুজের ঐশ্বর্য ঘিরে আছে নেই শুধু তুমি,
নিরাশার জীবনে তোমার পরশহীন আরো একেলা রূপে আমি;
চোখ বুজেঁ কেদেঁ কেদেঁ অস্থির হয়ে আছি-
আজ কোথায় গেলে তুমি..............?
১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৩
নিরাশ পরশ বলেছেন: অসংখ্য ধন্যবাদ.................।
২| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩৭
বিজন রয় বলেছেন: অসাধারণ কবিতা।
একদমে পড়লাম।
++++
১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৪
নিরাশ পরশ বলেছেন: অসংখ্য ধন্যবাদ.................।
৩| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৭
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার
১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৪
নিরাশ পরশ বলেছেন: অসংখ্য ধন্যবাদ.................।
৪| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৮
অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার!!
১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৫
নিরাশ পরশ বলেছেন: অসংখ্য ধন্যবাদ.................।
৫| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৯
সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।
১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৫
নিরাশ পরশ বলেছেন: অসংখ্য ধন্যবাদ.................।
৬| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৯
ঘুমন্ত ভবঘুরে বলেছেন: খুব সুন্দর
১৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩০
নিরাশ পরশ বলেছেন: অসংখ্য ধন্যবাদ............
৭| ২০ শে মার্চ, ২০১৬ রাত ২:৪৫
আরকিস মল্লিক বলেছেন: ভালো লাগলো পড়ে।
+++++
২০ শে মার্চ, ২০১৬ রাত ৩:১৯
নিরাশ পরশ বলেছেন: ধন্যবাদ..................।
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১৫
সাগর মাঝি বলেছেন: এখনো অপেক্ষার প্রহর গুনেই যাচ্ছি-
কোথায় গেলে তুমি...??
ফিরে এসো প্রিয়তমা তোমার অপেক্ষায় রয়েছি আামি।
চমৎকার পোষ্ট লেখক ভাই।