নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে ভীষণ রকম ভালোবাসি

সাহিনুর

আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !

সাহিনুর › বিস্তারিত পোস্টঃ

চিন্তাধারা

০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৬


উঁচু নিচু ঢেউ খেলানো মাটির বুকে দুঃসাহসিক প্রহরীর মতো যেন দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে দাঁড়িয়ে আছে গাছ গুলো ,এই ঢেউ খেলানো মায়ের বুক চিরেই বেড়িয়ে গিয়েছে ছোট্ট এক নদী, নাম তার চিন্তাধারা ।
এই নদীর নাকি এক অলৌকিক গুন আছে, তাই হইতো মনের কষ্টে কংসাবতী চোখের জল ফেলছে এই নদীর ধারে অঝরে, মুখ গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করছে সেই তখন থেকে !
সাক্ষী শুধু চিন্তাধারা আর এই প্রহরী গাছ গুলো । দুপুর গড়িয়ে বিকালে, সূর্য্ পূর্ব থেকে গুটিগুটি পায়ে পাড়ি দিয়েছে পশ্চিমে ।
তখনও কান্না থামেনি কংসাবতীর, ঠিক তখনই হটাৎ চিন্তাধারা থেকে ধীরে ধীরে উটে এলো এক অকল্পনীয় বিস্ময়কর দেবী ।তার রূপের নূরে চারিদিকে এক মায়াবী নেশার মত মহ ছড়িয়েছে।
একবার তাকালে যেন আর কোনো উপায় নেই চোখ ফেরানোর , রূপের সম্ভার সে যে, চাক্ষুস রূপ দেবী । ময়ুরের উপর বসে কংসাবতীর সামনে এসে দাঁড়ালো সেই রূপের দেবী ।
- কংসাবতী ... কংসাবতী তোমার কষ্ট যে অসহ্যনীয়,
কংসাবতী একবার চাও আমার দিকে, আমি যে তোমার কষ্ট নিতে এসেছি, কংসাবতী দেবে না তোমার কষ্ট গুলো আমায় !
-আহঃ মাথা তুলেই আবার নামিয়ে নিল, রূপের এমন উজ্জল নুর এক পলকে সহ্য করতে না পেরে ।
এতো রূপ তোমার! এতো সুন্দর তুমি! আমি সহ্য করতে পারছি না তোমাকে ,কে তুমি ?
না না আমি কিছুই জানতে চাই না তুমি যাও ,তুমি যাও !
ঈশ্বর কেনো আমার সাথে এমন করলো , আমাকে যখন কুৎসিতই বানাবে তখন কেনো সবার মাঝে পাঠালো , আমাকে কেউ ভালোবাসে না , আমাকে কেউ পছন্দ করে না,আমার সাথে কেউ মিশতে আসেনা, সবাই আমার থেকে দুরে থাকে ,নিখিল সেও আজ অন্য একটা মেয়েকে বিয়ে করেছে।
কিন্তু ও যে আমাকে বলেছিল খুব ভালোবাসে, গায়ের রং কালো তাতে ওর কিছু যাই আসে না, তবে কেন আমার সব কিছু নিয়ে আমাকে নিঃস্ব করে চলে গেল !
তুমি জানো কি?(কথা বলতে বলতে হাউমাউ করে অঝোরে কেঁদে চলেছে তখনও কংসাবতী)
মা রোজ কাঁদে অনেক অনেক কাঁদে মাঝে মাঝে অভিমানে আমার দুচোখ যেদিকে চাই সেদিকে চলে যেতে বলে ! আমি আর সর্হ্য় করতে পারি না এই যন্ত্রনা ।
তুমি যাও ...
চলে যাও তুমি ।
তোমার রূপ কেন জানিনা আমার সহ্য হচ্ছে না।
- কংসাবতী তুমি কান্না থামাও । তোমার কান্না সহ্য করতে পারছি না বলেই যে উঠে এসেছি আমি , কান্না থামিয়ে একবার আমার দিকে মুখ তুলে চাও,দেখবে তোমার সব কষ্ট আমি নিয়ে নেব ।
- আমি যে আর ফিরতে চাই ওই সমাজে যেখানে শুধু কষ্ট আর কষ্ট,যেখানে প্রতিটাদিন ঘৃণায় ভরা মানসিক একাকিত্ব অসর্হ্য যন্ত্রনায় কাটে
আমি আর ফিরতে চাই না সেখানে,আচ্ছা তুমি কি আমাকে নিয়ে যাবে ? তুমি যেখানে থাকো সেখানে কি আমাকে নিয়ে যাবে, না না তোমার অনেক রূপ , তুমিও ওদের মতো , তুমিও আমার কষ্ট বুঝবে না ।(মুখ না তুলে বলতে থাকলো এমন করে কংসাবতী)
-আমার সাথে নিয়ে যাওয়ার ক্ষমতা যে আমার নেই,
তবে আমি তোমার কষ্ট গুলো নিতে পারি, যেটার জন্য এতো সমস্যা তোমার জীবনে সেটাকে আমার করে নিতে পারি,
তুমি কি চাও!
বলো কংসাবতী!
তুমি কি চাও!
সবাই তোমাকে ভালোবাসুক ?
সবাই তোমাকেই যেন চাই? বল তুমি কি চাও?
- (অবাক দৃষ্টি নিয়ে কংসাবতী রূপ দেবীর দিকে মুখ তুলে চাইলো )
সত্যি তুমি পারবে?
আমার জীবনে একটু সুখ দিতে?
সুখের স্পর্শ কেমন? রূপ থাকলে কেমন সুখ পাই মানুষ? তুমি পারবে এইসব দিতে আমাকে? আমি জানতে চাই সুখ কমন হয়?
- একবার বলেই দেখনা! আমি তোমার সব কষ্ট গুঁচিয়ে দিতে পারি , তোমার মুখে হাসি ফোঁটাতে পারি , তোমার গায়ের কালো কষ্ট গুলোকে এক নিমিষে আমার করে নিতে পারি , শুধু তুমি একবার বলেই দেখনা ।
- হ্যাঁ হ্যাঁ.....(চিৎকার করে কংসাবতী বলে উটলো )
হ্যাঁ আমি চাই মরার আগে জীবনে একবার সুখের স্পর্শ পেতে !
হ্যাঁ আমি চাই , আমি চাই !
- তবে তাই হবে,তুমি যা চাও তুমি তাইই পাবে !
কংসাবতী আমার প্রিয় কংসাবতী তুমি তোমার চোখ দুটো বন্ধ করো !
আর শুধু একটা কথা মনে রেখো কখনো তুমি তোমার অতীত কে ভুলে যেও না !
কথা শুনে চোখের জল মুছতে মুছতে কংসাবতী চোখ বন্ধ করলো তারপর রূপ দেবী কংসাবতীর মাথায় হাত রাখলো ধীরে ধীরে !
কংসাবতী মাঠিতে লুঠিয়ে পড়ল ।
মৃত দেহের মতো যেন তার শরীরে আর কোনো শক্তি নেই,দেখতে দেখতে গভীর ঘুমে তলিয়ে গেল কংসাবতী ।
[পরের দিন সকালে ]
এক মিষ্টি সুবাসে মুখরিত চারিপাশ, কত রংবিরঙের পাখি চারিপাশে ভিড় করেছে, তাদের কিচিমিচিতেই ঘুম ভাঙ্গে কংসাবতীর..
-এইসব কি হচ্ছে কিছুই যেন বুঝতে পারছে না কংসাবতী । চারিদিকে যেন কেউ এক মায়াবী আলো ছড়িয়ে রেখেছে । সে কিছুতেই বুঝতে পারছে !
এতো পাখি কেন ভিড় করেছে তার চারিপাশে, কেন প্রজাপতি তার গায়ে উপর এসে বসছে । আগের দিনের কথা মনে পড়তেই কংসাবতী আবার গুমড়ে কেঁদে উটলো ।
তুমি কোথায় ,,কোথায় তুমি ...... বলেছিলে যে আমার কষ্ট গুলোকে তুমি নিয়ে যাবে, আমাকে সুখ দেবে. কোথায় গেলে তুমি ..
তুমি কোথায় গেলে ? চিৎকার করে কাঁদতে কাঁদতে কংসাবতী আবার মাটিতে লুটিয়ে পড়ল ।
না , তার কষ্ট কেউই বুঝবে না ।
তার কষ্ট গুলো একান্ত শুধু তারই তাই সবাই পাশে থাকার কথা বলে পরিশেষে কেউ থাকে না । এই পৃথিবীতে তার কাছে এখন সবাই নিষ্টুর ।
কান্না করতে করতে সটান উটে দাঁড়ালো সে , সে বুঝতে পেরেছে এই স্বার্থপর মানুষের মাঝে যতদিন সে থাকবে ততদিন সে কোনদিন এ শান্তি পাবে না ,কোনদিনই সে সুখ পাবে না ।
তাই সে ঠিক করলো আজ এই সবার মাঝ থেকে নিজেকে সরিয়ে ফেলবে ।
চিৎকার করে হাউমাউ কাঁদতে কাঁদতে ছুটে চলল নদীর দিক....
তার কান্নার আওয়াজে চারিপাশ মুচ্ছিত আজ তার কষ্টে দুমড়ে মুচকে যাচ্ছে তার চারিপাশ ।
এই প্রকৃত ও যেন আজ তার কষ্ট আর কান্না সহ্য করতে পারছে না ।
সাথে সাথে পাখি গুলো প্রজাপতি গুলো ও উন্মাদের মত তার পিছু পিছু ছুটছে ।
কংসাবতীর কান্নার সাথে সাথে পাখি গুলোর আওয়াজ ও যেন আগের থেকে অনেক গুন বেড়ে গেছে, তারা যেন বিচলিত আজ, তারাও যেন অসহ্য যন্ত্রনা চাপা রেখে আছে বুকের মাঝে এতোদিন ।
কংসাবতী মরলে তারাও যেন মরবে আজ , এ যেন এক দেহে অনেক গুলো প্রানের সমারহ !
উঁচুনিচু ঢেউ খেলানো মাটির মুখে দিশেহারার মতো ছুঁটে চলেছে কংসাবতী চিন্তাধারার দিকে । বার বার মাটিতে আছড়ে আছড়ে পড়ে আবার চোখের জল মুছতে মুছতে উটে ছুঁটে চলে উন্মাদ পাগলের মতো চিন্তাধার দিকে ।
ছুটতে ছুটতে হটাৎ এক পাথরে পা বেঁধে সপাটে কংসাবতী পড়লো চিন্তাধারার তীরে ...
পাথরে বারি খেয়ে তার কপাল থেকে হালকা রক্ত ঝরছে । তার পড়ার সাথে সাথেই হুমড়ি খেয়ে সব পাখি প্রজাপ্রতি গুলোও পড়লো তার দেহের উপর ।
চারিপাশ আজ যেন শুধুই কষ্ট আর কষ্ট, এই গাছ এই আকাশ এই মাটি যেন কেউ ভালো নেই আজ , সবার যেন আজ কংসাবতী মৃতুর সাথে সাথেই মৃতু হবে তাদেরও ।
চারিপাশের এই মায়াবী কষ্ট অসহ্য যন্ত্রনা বেদনা পাখি গুলোর চিৎকার আর তার সাথে কংসাবতীর কান্নার আওয়াজ মিলেমিশে যেন এক যন্ত্রনাময় রূপকথার গল্প বলছে .....
....................................................................................................তারপর ..........................
ছবি : দেবী আফ্রোদিতি

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: কংসাবতী, কালিদাসের মেঘদূত ও অন্যান্য সংস্কৃত সাহিত্যগ্রন্থে এই নদী কপিশা নামে উল্লিখিত।
কংসাবতী ও কুমারী নদীর সঙ্গমে উইক-এণ্ড ছুটি কাটানোর দারুণ স্পট মুকুটমণিপুর।

০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩১

সাহিনুর বলেছেন: এইসব তো কোনদিন পড়িনি যাইহোক ধন্যবাদ দাদাভাই তর্থ্য দেওয়ার জন্য ।

২| ০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৭

ভুয়া মফিজ বলেছেন: পরের পর্ব আছে নাকি? আপনার লেখাটা পড়ে ছোটবেলায় পড়া ঠাকুমার ঝুলির কথা মনে পরে গেল।

একটা কথা বলি, মনে কিছু নিয়েন না। আপনার বাক্য বিন্যাস, বানানের অবস্থা খুবই ভয়াবহ। ভালো একটা রুপকথা হতে পারতো, কিন্তু হয়নি। কোন লেখা শেষ হয়ে গেলে পাঠক হিসাবে কয়েকবার পড়বেন।

আমার তো ইচ্ছে হচ্ছে, লেখাটা আমার মতো করে আরেকবার লেখি! ;)

০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৪

সাহিনুর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া কিন্তু আমি বুঝে উটতে পারিনা যে কোন বানান গুলো আমার ভুল হচ্ছে এখানেই আমার হার,আমি এরপর আরো ভালো করে দেখবো যাতে আর কোনো ভুল না হয় ।

০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৯

সাহিনুর বলেছেন: আর আপনি চাইলেই এই গল্প নিয়ে লিখতে পারেন , আশা করি আপনার লেখা পড়লে আমার বাক্য বিন্যাস এবং বানান দুটোরই জ্ঞান হবে । আর একটা করতে পারেন এই গল্পের শেষ টুকু আপনি আপনার মতো লিখবেন এবং আমি যেটা ভেবেছি সেটা লিখবো দেখা যাক , কেমন হয় । আশা করি এর জন্য আপনি সময় বার করবেন । আমি অপেক্ষা করবো আপনার লেখা পড়ার জন্য ।

৩| ০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

ভুয়া মফিজ বলেছেন: আমি বুঝে উটতে পারিনা যে কোন বানান গুলো আমার ভুল হচ্ছে আপনার বোঝার সুবিধার জন্য প্রথম দু'লাইনই দেখাই,

উঁচু নিচু টেউ<ঢেউ খেলানো মাঠির<মাটির বুকে দুঃসাহসিক পহরীর<প্রহরীর মতো যেন দৃহ<দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে দাঁড়িয়ে আছে গাছ গুলো, এই টেউ<ঢেউ খেলানো মায়ের<মাটির বুক চিরেই বেড়িয়ে গিয়েছে ছোট্ট এক নদী, নাম তার চিন্তাধার<চিন্তাধারা।

প্রথম দু'লাইনেই সাতটা। অন্যভাবে নিবেন প্লিজ.....আপনাকে ছোট করার জন্য এটা দেখাই নি। আমি আন্তরিকভাবেই চাই, আপনার লেখা ত্রুটিহীন, সুন্দর হোক।

৪| ০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৩

ভুয়া মফিজ বলেছেন: ওকে.....আপনার এই লেখাটাকেই আবার আমি লিখবো। তাহলে আপনার তুলনা করতে সুবিধা হবে।
সময় বের করতে হবে। কবে, বলতে পারছি না। এ্যজ সুন এ্যজ পসিবল!! :)

৫| ০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ২:১০

সাহিনুর বলেছেন: আপনার সাহায্য পেয়ে আমি আনন্দিত। এই ভুল গুলো এবার আমার ঠিক করতেই হবে, আশা করি এই ভাবেই আমার শুভাকাঙ্ক্ষী সিহাবে পাশে থাকবেন।

৬| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: বানানের দিকে নজর দিন।

কংসাবতী না হয়ে কঙ্কাবতী বলে পড়তে আরাম হতো।


চেষ্টা চালিয়ে যান।

০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৫

সাহিনুর বলেছেন: হ্যাঁ ভাইয়া বানান গুলো ঠিক করার চেষ্টা করেছি । কঙ্কাবতী ও খুব সুন্দর নাম । আপনাকে আন্তরিক ধন্যবাদ রইলো।

৭| ১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার। চালিয়ে যান। ++

১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৫

সাহিনুর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ সৌরভ দা।

৮| ১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৫

নীল আকাশ বলেছেন: সাহিনুর,
মফিজ ভাই যা বললো সেটা আমি আগেও বলেছিলাম। বানা ভুল এবং ফরম্যাটিং এর জন্য খুব ভালো একটা লেখাও পাঠকের কাছে তেমন কোন পাত্তা পায় না।
লেখার থীম দারুণ। আমার নিজেরও এটার উপ লেখার লোভ হচ্ছে কিন্তু মফিজ ভাই ইতিমধ্যেই সেটা লিখে ফেলেছে।
কিছু প্রকাশ্য ভুল বাদ দিলে আপনার লেখার হাত সত্যই দারুণ হয়ে উঠছে।
অভিনন্দন রইল।

১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২১

সাহিনুর বলেছেন: প্রিয় নীল মহাশয়
আমি আপনাদের কথা মাথায় রেখে বাংলা বেশি বেশি করে পড়ছি এবং সাথে সাথেই বানানের দিকে নজর রাখি , আশা করি ভবিষ্যতে সেটার উপকার আপনারা টের পাবেন ।
আর যদি আমার এই উন্নতি হয় তার পুরো কৃতিত্ব আপনাদেরই তার জন্য আমি আপনাদের কাছে চির ঋণী থাকবো । আশা করি এই ভাবে আমার পাশে থাকবেন এবং আমাকে আরো শক্তিশালী গড়ে তুলবেন ।
আন্তরিক ধন্যবাদ আপনাকে । ইতি সাহিনূর

৯| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:০৪

বলেছেন: পড়লাম ...........

আমার মতো বানানের অবস্থা এত ভয়াবহ কেন।

১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৪

সাহিনুর বলেছেন: চেষ্টা করছি সুধরে নেওয়ার । আপনিও করেন । ধন্যবাদ ল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.