![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শান্তির বাড়ি গিয়েছিলাম........
দরজায় তালা ঝোলা .....বন্ধ জানালা
এপাশ ওপাশ .......শুনশান নীরবতা
বনে বাদাড়ে.......পাতায় পাতায় খুঁজেছি তাকে
শান্তির বাড়ি গিয়েছিলাম সেই যে কবে.....
কতদিন আর নিইনি খবর
এবার মুখর ফাগুনে
পাতাঝড়া দিনে .........
যাই আর নাই যাই ........দোষ নিওনা
তুমি না থাকলে যুগে যুগে ঘুরে ঘুরে আমার কি লাভ
কিই বা হবে । ?
তুমি না থাকলে শুনশান ঘর বাড়ি ......উঠোনের নীরবতা দিয়ে
কতকাল আর লিখবো কবিতা।
শান্তি র বাড়ি গিয়েছিলাম এক বৈশাখে
শান্তি বলেছিল .......আমি বাড়ি নাই।
কতদিন আর নিইনি খবর ........নূরুল 10.02.13
©somewhere in net ltd.