![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি এই পথে চলে যাও......
ফিরেও আসো
আমি সূর্য ঘড়ির হাত ধরে দাড়িয়ে থাকি
তাই
দুপুর গড়িয়ে যায়
তুমি চলে যাও
আশ্চর্য খাঁ খাঁ মরূদ্যান করে দিয়ে এই স্হান
এ পথের নাম দিয়েছি আমি তাই ‘বিদায়ী পথ’
আমি অনধ চোখে ফিরে আসি
চুপচাপ শুয়ে থাকি।। শুয়ে থাকি।।শুয়ে থাকি।।
আকাশ আর পাতাল ভাবি
তোমাকে দেখবে বলে বর্নালী বিকেল আসে আবার
আমি হতাশার রেলিং ধরে তোমার
ব্যাকুল উঠোনে আসতেই
তুমি হারিয়ে যাও দূর নক্ষত্রের ঠিকানায়..
এ জীবনটা অন্ধকার করে তাই
রাত নেমে আসে কেবল ...কেবল...কেবল
আমি অন্ধ চোখে ফিরে আসি ফিরে আসি ...
চুপচাপ শুয়ে থাকি শুয়ে থাকি শুয়ে থাকি
কি জানি কি
ঘুমাই না জেগে থাকি..????নূরূল
©somewhere in net ltd.