![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা একটি বাক্যে যেন ইংরেজী শব্দ না ডোকে।বাংলা ইংরেজী মিশ্রিত বাক্য বলা এখন আমাদের গর্বিত বদঅভ্যাস হয়ে দাড়িয়েছে। সঙ্গীত তারকা , টিভি তারকা , বুদ্ধিজীবি ,সাংবাদিক সহ সবাই চলুন আজ থেকে সম্পূর্ন বাংলা বাক্যে কথা বলার চেষ্টা করি। এদেশের কৃষক সমাজ,শ্রমিক সমাজ ,নিম্নবৃত্তরা ,অশিক্ষিত সমাজ এই ভুলটি করেন না। ওদের কাছ থেকে মনে হয় আমাদের ভাষা প্রেম শিক্ষনীয় । কেবল একটি দিন যেন ভাষা প্রেম সীমাবদ্ধ না থাকে। এই বাংলা ভাষার জন্য ই সারা পৃথিবী বাংলা ভাষার প্রতি শ্রদ্ধাশীল।মাতৃভাষার জন্য মানুষ জীবন দিতে পারে আমরাই তার প্রমান। একটি ভাষা কত মধুর হলে সে ই ভাষার জন্য রক্ত দেয়া যায় !
দু:খ জনক হলেও সত্য এই মধুর ভাষা ছেড়ে আমরা ক্রমশ বিষাক্ত ইংরেজী ও হিন্দি র দিকে আসক্ত হচ্ছি। দুইশ বছরের ক্রীতদাসত্ব থেকে কি এখনো বের হয়ে আসার সময় আসেনি?!১৯৫২ তো আমাদের অনেক এগিয়েদিয়েছিল .....তবে আমরা কেন পিছিয়ে পরলাম। ভদ্রলোক শিক্ষিত সমাজের কাছে এর উওর চাই। আন্তজার্তিক ভাষা ইংরেজী বুঝলাম .......তাই বলে কথায় কথায় .....ভুল জায়গায় ....এর ব্যবহার কতটা সঙ্গত? নূরু
©somewhere in net ltd.